তালিবানি হত্যালীলা থামাতে বাংলায় ওড়ানো হল শান্তির দূত

তালিবানি হত্যালীলা থামাতে বাংলায় ওড়ানো হল শান্তির দূত

বারাসত: দুশ্চিন্তায় দিন কাটছে ভারতে কর্মসূত্রে আসা আফগানিস্তানের নাগরিকদের। তালিবানি শাসনের অবসান ঘটিয়ে পুনরায় আফগানিস্তানে শান্তি ফেরাতে রাখি বন্ধন উৎসবকে বেছে নিলেন পাঠান ভাইরা। আফগানিস্তানে তালিবানদের হত্যালীলার অবসান ঘটাতে ওড়ানো হল শান্তির দূত সাদা পায়রা। রবিবার বারাসতের ব্যারাকপুর রোডে শালবাগান অঞ্চলে নীল জ্যোতি ও হেল্প ফাউন্ডেশনের উদ্যোগে আফগান ভাইদের হাতে রাখি পরালেন ভারতীয় বাঙালি বোনেরা।

বাংলার মাটিতে রাখি উৎসব এর মাঝেও উৎকণ্ঠায় আফগানিরা। পরিবারের নিরাপত্তা ও প্রিয়জনদের টানে তাদের মন পড়ে রয়েছে শুধু আফগানিস্তানে। রুটি রুজির টানে ও সে দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে ফিরতে পারছেন না রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা উপন্যাসের নায়ক রহমতের উত্তরসূরিরা। তাই বাংলার মাটিতেই বাঙালি ভাই বোনদের সাথে রাখি উৎসবে মেতে নিজের পারিবারিক ঘরোয়া আনন্দকে উপভোগ করছেন পাঠান ভাইরা।

পরিবারকে কাছে না পেয়ে কলকাতার বাঙালি পরিবারের মিনিকে নিজের মেয়ে ভেবে আপন করে নিয়েছিলেন কাবুলিওয়ালা উপন্যাসের রহমত। কিন্তু তালিবানদের অত্যাচারে সুদূর আফগানিস্তানে বালি পাথরের দেশে আফগান ভাইদের চোখের জল ও রক্ত শুকিয়ে যাচ্ছে। বাংলার মানুষ সেই আফগান নাগরিকদের দুঃখ-বেদনা গোছাতে রাখি বন্ধন উৎসবে মিষ্টিমুখ করিয়ে শুভেচ্ছা বিনিময় ও শান্তি কামনা করল। তাঁদের কথায়, ‘‘আজকের দিনে একটাই প্রতিশ্রুতি হোক, একে অপরকে ভালবাসা এবং সৌহাদ্যের বিনিময় ঘটানো৷ তাই এই আয়োজন৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =