‘জেলে ভরলে সেখানে বসেই ফুটবল শেখাব’, একহাত নিলেন তৃণমূল সাংসদ প্রসূন

‘জেলে ভরলে সেখানে বসেই ফুটবল শেখাব’, একহাত নিলেন তৃণমূল সাংসদ প্রসূন

হাওড়া:  রাজ্য জুড়ে চলছে ইডি-সিবিআই হানা৷ দুটি পৃথক মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ ইডি-সিবিআই-এর বিরুদ্ধে এবার সরব হলেন হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়৷ সোমবার বেলুড়ের ভোটবাগানে এক অনুষ্ঠানে তিনি বলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি কাকে, কেন ধরছে তার কোনও হিসাব নেই। আর কার কার নাম তালিকায় রেখেছে, তা অননুমেয়। তবে তাঁকে জেলে নিয়ে গেলে সেখানে বসেই তিনি ফুটবল শেখাবেন৷ এমনটাই জানান প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার ও অর্জুন পুরস্কার জয়ী তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − 10 =