‘রাজনৈতিক দল নয়, মোদীর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষ’! অশনি সঙ্কেত পিকে-র

নয়া দিল্লি: ২০১৪ সালে প্রথমবার কেন্দ্রে ক্ষমতায় আসে নরেন্দ্র মোদী সরকার৷ ওই দেশজুড়ে উঠেছিল ‘মোদী ঝড়’৷ সেই রেশ দেখা গিয়েছিল ২০১৯-এও৷ কিন্তু ২০২৪-এ কোথাও কি…

নয়া দিল্লি: ২০১৪ সালে প্রথমবার কেন্দ্রে ক্ষমতায় আসে নরেন্দ্র মোদী সরকার৷ ওই দেশজুড়ে উঠেছিল ‘মোদী ঝড়’৷ সেই রেশ দেখা গিয়েছিল ২০১৯-এও৷ কিন্তু ২০২৪-এ কোথাও কি মিসিং  ‘মোদী ম্যাজিক’?

ইতিমধ্যেই দেশ-সহ রাজ্যে চার দফা ভোট হয়ে গিয়েছে৷ এখনও বাকি তিন দফা। তার মধ্যেই নিজের দৃষ্টিভঙ্গী তুলে ধরলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর৷ তাঁর কথায়, ‘‘বর্তমানে মোদীর জন্য কোনটা চ্যালেঞ্জ? ‘ব্র্যান্ড মোদী’র প্রভাব জনমানসে কতটা এফেক্ট ফেলছে, সেই বিশ্লেষণও করলেন তিনি৷

 

পিকে সরাসরি বলেন, নরেন্দ্র মোদীকে কেউ হারাতে পারবে না, এ কথা আর মানুষ বিশ্বাস করতে পারছে না। তাই এক্ষেত্রে বলা যেতেই পারে, কোনও রাজনৈতিক দল নয়, মোদীর সামনে বড় চ্যালেঞ্জ সাধারণ মানুষ।

অন্ধ্র প্রদেশের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেন, “যে দেশে ৬০ শতাংশ মানুষের দৈনিক উপর্জন ১০০ টাকার কম, সেখানে সরকার-বিরোধিতা কখনও দুর্বল হতে পারে না। এই ভুলটা কখনই করা উচিত নয়।” তাঁর কথায়, ‘বিরোধী দল দুর্বল হতেই পারে, তাহলে সরকার-বিরোধী মানুষ দুর্বল নয়।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *