২০১৯-এর চেয়েও বাংলায় বেশি আসন পাবে BJP? এবারর কী ইঙ্গিত দিলেন প্রশান্ত কিশোর?

নয়াদিল্লি:  ফের একবার বাংলায় লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে বড়সড় মন্তব্য করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। পশ্চিমবঙ্গে কার পাল্লা ভারী? তৃণমূল কংগ্রেস না বিরোধী বিজেপি? খোলসা…

নয়াদিল্লি:  ফের একবার বাংলায় লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে বড়সড় মন্তব্য করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। পশ্চিমবঙ্গে কার পাল্লা ভারী? তৃণমূল কংগ্রেস না বিরোধী বিজেপি? খোলসা করলেন পিকে৷

 

একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এদিন প্রশান্ত কিশোর বলেন, ২০২৪-এ বাংলায় ভালো ফল করবে বিজেপি। এমনকি, ২০১৯-এর চেয়েও বাংলায় আসন বাড়বে পদ্ম শিবিরের। শুধু পশ্চিমবঙ্গই নয়,  ওডিশা, তেলঙ্গানা, তামিলনাড়ু এবং অন্ধ্র প্রদেশেও বিজেপি’র ভোট বাড়বে বলে ভবিষ্যদ্বাণী পিকে-র৷  তাঁর কথায়, ‘সমস্ত বিতর্ক এবং সমালোচনা সত্ত্বেও উত্তর এবং পশ্চিম ভারতে বিজেপি-র আসন কমার কোনও সম্ভাবনা আমি দেখছি না৷ বরং দক্ষিণ এবং পূর্বের রাজ্যগুলিতে বিজেপি-র ভোটের হার এবং আসন সংখ্যা বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *