‘পেগাসাস’-এ আড়ি পাতা হয়েছিল অভিষেকের ফোনে, তালিকায় প্রশান্ত কিশোরও

‘পেগাসাস’-এ আড়ি পাতা হয়েছিল অভিষেকের ফোনে, তালিকায় প্রশান্ত কিশোরও

কলকাতা:  আড়ি পাতা কাণ্ডে তোলপাড় গোটা দেশ৷ আজ সকাল থেকেই একাধিক নেতা মন্ত্রী, ব্যবসায়ী, শিল্পপতি ও সাংবাদিকদের ফোনে আড়ি পাতার খবর উঠে আসছিল৷ এরই মধ্যে উঠে এল আরও এক বিস্ফোরক তথ্য৷ আড়ি পাতা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ভোট কুশলী প্রশান্ত কিশোরের ফোনে৷ পেগাসাস স্পাইওয়্যার নিয়ে বিস্ফোরক দাবি করল ‘দা ওয়্যার’৷ 

আরও পড়ুন- উপনির্বাচনের প্রস্তুতি? হঠাৎ শহরের কোভিড টিকাকেন্দ্র পরিদর্শনে মমতা

পেগাসাস স্পাইওয়্যার নিয়ে সাড়া দেশে তোলপড়া৷ উত্তাল জাতীয় রাজনীতি৷ এরই মধ্যে জানা গেল, এই সফটওয়্যারে হ্যাক হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ভোট কুশলী প্রশান্ত কিশোরের ফোন৷ এদিকে রাহুল গান্ধীর ফোন হ্যাক হওয়ার পর পেগাসাস নিয়ে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় সরকারকে একহাত নেয় কংগ্রেস৷ তাঁদের বক্তব্য, মোদী সরকার রাষ্ট্রীর সুরক্ষার সঙ্গে সমঝোতা করেছে৷ রাহুল গান্ধী সহ বিরোধী দলের নেতা ও বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকদের উপর নজরদারি চালানো হয়েছে৷ ভারতীয় জনতা পার্টির নাম বদলে ভারতীয় জাসুস পার্টি রাখা উচিত৷ 

এদিন দ্য ওয়্যারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, একুশে তৃণমূলের জয়ের নেপথ্যে থাকা ভোট কুশলী প্রশান্ত কিশোরের ফোনে ইজরায়েলি সংস্থা এনএসও-র তৈরি পেগাসাস স্পাইওয়্যারে আড়ি পাতা হয়েছে৷ আড়ি পাতা হয়েছে তৃণমূল সাংসদ  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনেও৷ এমনকী অভিষেকের ব্যক্তিগত আপ্তসহায়কের ফোনও হ্যাক করা হয়েছে বলে ওয়্যারের তদন্তে উঠে এসেছে৷ তবে প্রশান্ত কিশোরের নিকটস্থ ব্যক্তিদের ফোন ফরেন্সিক তদন্তের জন্য পাওয়া সম্ভব হয়নি৷ ফলে তাঁদের ফোনে আড়ি পাতা হয়েছিল কিনা, তা নিশ্চিত ভাবে বলা সম্ভব নয়৷ তবে এই তালিকায় প্রশান্ত ঘনিষ্ঠরা রয়েছেন বলে অনুমান৷ প্রশান্ত কিশোর দ্য ওয়্যারকে বলেন, ‘‘বঙ্গ ভোটেও এই ধরনের কৌশল যদি অবলম্বন করা হয়ে থাকে, তাহলে বলতে হয় এর তেমন কোনও প্রভাব ভোটের ফলে পড়েনি৷’’ পশ্চিমবঙ্গে তৃণমূল ছাড়াও তামিলনাড়ুতে ডিএমকে’র হয়ে লড়াই করেছিলেন প্রশান্ত কিশোর৷ 

পেগাসাস স্পাইওয়্যার হল ইজরায়েলি সংস্থা এনএসও-র তৈরি একটি সফটওয়্যার৷ যা মূলত ফোনে আড়ি পাতার কাজে ব্যবহার করা হয়ে থাকে৷ শুধু ফোনে কথোপকথনই নয় হোয়াটসঅ্যাপে কী লেখা হচ্ছে, সে বিষয়েও এই সফটওয়্যারের মাধ্যমে জানা যায়৷ এমনকী যে ফোনটি হ্যাক করা হয়েছে সেই ফোনে কী তথ্য বা ছবি রয়েছে সেটাও দেখা যায়৷ অথচ যাঁর ফোন হ্যাক করা হয়েছে, তিনি কিছু বুঝতেই পারবেন না৷ 
 

২০১৯-এর লোকসভা নির্বাচনের আগেও দেশে বিভিন্ন প্রাত্নে প্রায় ৩০০ ফোনে মোদী সরকার  আড়ি পাতার চেষ্টা চালিয়েছিল বলে ‘পেগাসাস প্রোজেক্ট’ নামে একটি তদন্ত রিপোর্টে দাবি করা হয়েছিল। ভারত-সহ ১৬টি দেশের সংবাদমাধ্যমের প্রতিনিধিরা মিলে এই তদন্ত চালায়। যদিও এই দাবি খারিজ করে দিয়েছে কেন্দ্র৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =