বাংলায় বিজেপিই জিতছে! প্রশান্তের ‘বক্তব্য’ ফাঁস করল বিজেপি, চর্চায় অডিও টেপ

বাংলায় বিজেপিই জিতছে! প্রশান্তের ‘বক্তব্য’ ফাঁস করল বিজেপি, চর্চায় অডিও টেপ

কলকাতা: রাজ্যের বিধানসভা নির্বাচনের শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি অডিও টেপ ফাঁস করেছিল বিজেপি যা রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিল। চতুর্থ দফার নির্বাচনের সকালে ফের একটি অডিও টেপ প্রকাশ্যে এনেছে তারা। এবার এটি তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী প্রশান্ত কিশোরের। অডিও টেপ প্রসঙ্গে বিজেপি দাবি করেছে যে প্রশান্ত কিশোর নিজে স্বীকার করে নিয়েছেন যে বাংলায় বিজেপি ক্ষমতায় আসছে! রাজ্য বিজেপির সহ পর্যবেক্ষক এবং আইটি সেল প্রধান অমিত মালব্য এই অডিও টেপ টুইট করে পোস্ট করেন। তিনি দাবি করেছেন, তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী নিজে স্বীকার করে নিচ্ছেন যে বাংলায় নরেন্দ্র মোদী ম্যাজিক কাজ করবে এবং ক্ষমতায় আসবে বিজেপি।

বাংলায় বিধানসভা নির্বাচন শুরু হওয়ার অনেক আগে থেকে প্রশান্ত কিশোর দাবি করেছিলেন যে, এই নির্বাচনে বিজেপি তিন সংখ্যার আসন পাবে না। যদি পায় তাহলে তিনি নিজের কাজ ছেড়ে দেবেন। যদিও আজ যে অডিও টেপ ফাঁস করেছেন অমিত মালব্য তাতে শোনা যাচ্ছে যে প্রশান্ত কিশোর বলছেন যে বাংলায় বিজেপি ক্ষমতায় আসছে এবং বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে। কেন বাংলায় বিজেপি আসছে সেটাও ব্যাখ্যা করেছেন তিনি। প্রশান্ত কিশোরের দাবি, নরেন্দ্র মোদীর নামেই ভোট হচ্ছে বাংলায়। তবে শুভেন্দু কোনও ফ্যাক্টর নয়।তিনি বলছেন,  বাংলার এক কোটির বেশি অবাঙালি এবং তফসিলি ভোট বিজেপির দিকে যাচ্ছে। এমনকি ৭৫ শতাংশ মতুয়া ভোটও বিজেপি ঝুলিতে যাবে বলে তিনি দাবি করেন। অন্যদিকে, বামেদের ১০ থেকে ১৫ শতাংশ ভোট পদ্ম শিবিরের দিকে ঝুঁকে রয়েছে বলেও দাবি তাঁর। এই প্রেক্ষিতেই মনে করা হচ্ছে যে বাংলায় বিজেপি সরকার গড়তে চলেছে। যদিও এই অডিও বার্তার সত্যতা যাচাই করেনি আজ বিকেল।

 

যদিও তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী প্রশান্ত কিশোর বলছেন সম্পূর্ণ উল্টো কথা। তিনি বলছেন, বিজেপি নিজের নেতাদের থেকে তাঁর কথার বেশি গুরুত্ব দিচ্ছে দেখে তিনি খুশি হয়েছেন। তবে তিনি দাবি করেছেন, যে অডিও টেপ প্রকাশ করা হয়েছে সেটা যেন সম্পূর্ণ রূপে প্রকাশ করা হয়, বিজেপি যেটা প্রকাশ করেছে সেটা অডিওর কিছুটা অংশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *