Aajbikel

নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলন ‘মিডলম্যান’ প্রসন্ন

 | 
প্রসন্ন

কলকাতা: রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার মিডলম্যান প্রসন্নকুমার রায়কে জামিন দিল সুপ্রিম কোর্ট। সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই ‘মিডলম্যান’৷ এসএসসি নিয়োগ দুর্নীতিতে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়ার প্রক্রিয়ায় প্রসন্নের ভূমিকা ছিল বলে জানতে পারে সিবিআই৷ গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুই মামলাতেই জামিন পেয়েছেন প্রসন্ন৷ তবে এ দিন শীর্ষ আদালত জানায়, তদন্ত যেমন চলছিল তেমনই চলবে। এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছিলেন মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্য ও নীলাদ্রি ঘোষ।

স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহার ঘনিষ্ঠ বলেই পরিচিত এই প্রসন্ন। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও যোগাযোগ ছিল তাঁর৷ নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দু’টি মামলার তদন্তে নেমে তাঁর নাম পেয়েছিল সিবিআই। গ্রুপ ডি নিয়োগ মামলা এবং নবম-দশমের শিক্ষক নিয়োগ মামলায় অভিযুক্ত প্রসন্নকে গ্রেফতারও করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ 

Around The Web

Trending News

You May like