টানা ৫ ঘণ্টা মস্তিস্কে অস্ত্রোপচার, কেমন আছেন প্রণব মুখোপাধ্যায়?

টানা ৫ ঘণ্টা মস্তিস্কে অস্ত্রোপচার, কেমন আছেন প্রণব মুখোপাধ্যায়?

নয়াদিল্লি: করোনায় আক্রান্ত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ সোমবার ট্যুইটারে সেকথা নিজেই জানিয়েছেন তিনি৷ বাথরুমে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত গেলেছিল তাঁর৷ সোমবার মস্তিষ্কে প্রায় ৫ ঘণ্টা ধরে অস্ত্রোপচার হয়েছে৷ চিকিৎসকদের পর্যবেক্ষণে আপাতত ভেন্টিলেটরে রাখা হয়েছে তাঁকে৷

নয়াদিল্লির সেনা হাসপাতালে রয়েছেন তিনি৷ সোমবার হাসপাতালে মাথার আঘাত পরীক্ষা করাতে গিয়ে করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ মিলেছে৷ মস্তিস্কে ৫ ঘণ্টার অস্ত্রোপচারের পর এই মুহূর্তে কেমন আছেন তিনি? প্রণববাবুর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় জানান, ‘‘মস্তিষ্কে অস্ত্রোপচারের পর ধীরে ধীরে তিনি উন্নতি করেছেন৷ এটা খুব আশার বিষয়৷ আমি আশা করছি এই ভাবে যদি চলতে থাকে তাহলে ৯৪ ঘণ্টা পর অনেকটা বোঝা যাবে৷ তবে প্রতি এক ঘণ্টা অন্তর অন্তর মেডিক্যাল বুলেটিন প্রকাশ করছে সেনা হাসপাতাল৷  সর্বক্ষণের জন্য পর্যবেক্ষণ করছেন তিনি৷ একজন করে দেখতে যাওয়ার সুযোগ থাকছে৷ কিন্তু ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে না৷ যদিও আমরা সবাই করোনা নেগেটিভ৷ করোনা পরীক্ষা করা হয়েছিল৷’’

কীভাবে ঘটেছিল দুর্ঘটনা? প্রণববাবুর পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় জানান, ‘‘ঘটনাটা হয়েছিল ৯ তারিখ রাতে আটটা থেকে সাড়ে আটটা নাগাদ৷ তিনি বাথরুমে পড়ে গিয়েছিলেন৷ মাথায় তার লেগেছিল৷ রাতে তিনি অতটা যন্ত্রণা অনুভব করেননি৷ পরে গতকাল সকালে তিনি চা খেয়েছেন৷ হাত একটু অসার হয়ে যাচ্ছিল৷ তখন চিকিৎসকরা তাঁকে হাসপাতালে পরীক্ষার জন্য হওয়ার পরামর্শ দেন৷ তখন দেখা যায়, মাথায় আঘাত লেগেছে৷ রক্ত জমে গিয়েছে৷ তখন ডাক্তারদের বক্তব্য ছিল, অবিলম্বে অস্ত্রপচার করা দরকার৷ তখন আমরা বলি, আপনারা করুন৷ লম্বা একটা সময় ধরে অস্ত্রোপচার হয়েছে৷ দুটো থেকে ৭টা পর্যন্ত অপারেশন হয়েছে৷ ২০০৪ থেকেই তিনি ওখানে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে৷ চিকিৎসকরা যেটা মনে করছেন তাঁর দ্রুত সুস্থতার জন্য, সমস্তটাই করা হচ্ছে৷’’
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + six =