বিজেপি ছাড়ছেন নন্দীগ্রামের প্রলয়? ইঙ্গিতপূর্ণ পোস্ট নেতার

বিজেপি ছাড়ছেন নন্দীগ্রামের প্রলয়? ইঙ্গিতপূর্ণ পোস্ট নেতার

07f6975128c18ede0901bf06e8ca5cbf

কলকাতা: ২০২১ বিধানসভা ভোটের সময় তাঁকে নিয়ে বেশ চর্চা হয়েছিল। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী প্রার্থী হওয়ার পর থেকেই যে কোনও ইস্যুতে নাম শোনা যেত প্রলয় পালের। সেই বিজেপি নেতাই এখন দল ছাড়তে চলেছেন বলে জল্পনা। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তিনি ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট দিয়েছেন। যদিও এটা স্পষ্ট নয়, তিনি দল ছাড়তে চান, নাকি সম্পূর্ণ রাজনীতিই। 

বর্তমানে বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি প্রলয় পাল। আজ বিকেলেই তিনি নিজের ফেসবুক হ্যান্ডেলে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন। লিখেছেন, ”ভাল থেকো রাজনীতি। আর নয়। দাও বিদায়।” ব্যস, এই পোস্টের পর থেকেই জোর গুঞ্জন শুরু হয়েছে তাঁকে নিয়ে। কেন তিনি এমন পোস্ট করলেন, এই সিদ্ধান্ত যদি তিনি নেন তাহলে কাদের জন্য নেবেন, এইসব প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। বাংলার এক সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, জেলা সভাপতির সঙ্গে দেখা করে আগামিকালই তিনি পদত্যাগপত্র দিতে চাইছেন। দল করার আর কোনও ইচ্ছা নেই তাঁর। 

প্রলয় পাল যে বিজেপির দক্ষ সংগঠক তাতে কোনও সন্দেহ নেই। তাই রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছে, তিনি যদি সত্যিই নিজের সিদ্ধান্তে অনড় থাকেন তাহলে আসন্ন লোকসভা নির্বাচনে কাঁথি, তমলুক থেকে বিজেপির আসন বের করা কঠিন হয়ে পড়বে। এক্ষেত্রে তাঁকে বোঝাতে খোদ বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী আসরে নামবেন কিনা, তাও পরিষ্কার হয়নি এখনও।    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *