প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন প্রকাশ শ্রীবাস্তব, জানুন তাঁর পরিচয়

প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন প্রকাশ শ্রীবাস্তব, জানুন তাঁর পরিচয়

কলকাতা:  কলকাতা হাই কোর্টের ৪৩ তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন প্রকাশ শ্রীবাস্তব। সোমবার তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনকড়। গত জানুয়ারি মাস থেকে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির পদ ফাঁকা ছিল৷ ভারতপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন রাজেশ বিন্দাল৷ এবার স্থায়ী প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নিলেন প্রকাশ শ্রীবাস্তব৷ অন্যদিকে রাজেশ বিন্দালকে এলাহাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে৷ 

আরও পড়ুন- কলকাতায় নেই ডোনা-সানা, কী ভাবে পুজো কাটাবেন ‘মহারাজ’?

এদিন প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, মলয় ঘটক৷ এছাড়াও উপস্থিত হয়েছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বম্বে হাই কোর্টের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত।

মধ্যপ্রদেশ হাই কোর্টের বর্ষীয়ান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবকে কলকাতা হাই কোর্টের ৪৩ তম প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে৷ ১৯৮৭ সালে আইনজীবী হিসাবে কাজ শুরু করেন বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব৷ ২০ বছর সুপ্রিম কোর্ট ও মধ্যপ্রদেশ হাই কোর্টে ওকালতি করার পর ২০০৮ সালে মধ্যপ্রদেশ হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে নিযুক্ত হন তিনি। ২০১০ সালে স্থায়ী বিচারপতি করা হয় তাঁকে। বিচারপতি ছাড়াও মধ্যপ্রদেশ হাই কোর্টের বিচার বিভাগীয় বিভিন্ন কমিটির চেয়ারম্যান ও সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন বিচারপতি শ্রীবাস্তব।

ছোট থেকেই মেধাবী ছাত্র মধ্যপ্রদেশের বাসিন্দা প্রকাশ শ্রীবাস্তব৷ অর্থনীতি নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করার পর৷ তিনি ফাস্ট ক্লাস ফাস্ট হন৷ এর পর তিনি আইন নিয়ে পড়াশোনা শুরু করেন৷ সেখানেই চূড়ান্ত সফল৷ রানি দুর্গাবতী বিশ্ববিদ্যালয়ে থেকে আইনে প্রথম হন শ্রীবাস্তব।

আরও পড়ুন- আছে Ph.D ডিগ্রি, মেলেনি চাকরি! পরিবার রক্ষায় প্রতিমা গড়েন ব্রততী!

গত মাসে সূত্র মারফত জানা গিয়েছিল বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে৷ জানা যায়, প্রকাশ শ্রীবাস্তবের নাম সুপারিশ করেছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। তবে সরকারিভাবে এ বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। শনিবার সেই জল্পনাই সত্যি হয়৷ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন প্রকাশ শ্রীবাস্তবই৷  

এদিন শপথ নেওয়ার পর প্রধান বিচারপতি বলেন, “দেশের সবচেয়ে পুরোনো হাইকোর্টের দায়িত্ব পেয়ে ভালো লাগছে। কলকাতা হাই কোর্ট পরিচিত তার বিখ্যাত বারের জন্য। এখানে বিখ্যাত সব আইনজীবীরা রয়েছেন। মামলাকারীদের দ্রুত বিচার দেওয়ার লক্ষ্য ও কর্তব্যে অবিচল থাকব। ’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − six =