কলকাতা: একদিকে গ্রীষ্মের তীব্র দাবদাহ, অন্যদিকে লোকসভা নির্বাচন, এর মধ্যে যাতে বিদ্যুৎ পরিষেবায় ঘাটতি না পরে তার জন্য উদ্যোগী বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
পরিষেবা নিরবচ্ছিন্ন রাখতে বিদ্যুৎ উৎপাদন, সংবহন, বণ্টন সহ বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে এই সংক্রান্ত নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি এবিষয়ে কী পরিকল্পনা নেওয়া হয়েছে বা হচ্ছে তার রিপোর্টও চেয়েছেন তিনি। এক মাসের বেশি সময় ধরে চলা নির্বাচন উপলক্ষে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের সদা সতর্ক থাকার নির্দেশও দিয়েছেন।