বিদ্যুৎ বিল জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধির ঘোষণা বিদ্যুৎমন্ত্রীর

বিদ্যুৎ বিল জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধির ঘোষণা বিদ্যুৎমন্ত্রীর

কলকাতা: করোনার জেরে তোলপাড় গোটা বিশ্ব৷ প্রভাব পড়েছে ভারতেও৷ করোনা প্রভাবে গোটা বিশ্বজুড়েই সম্পদের পরিমাণ কমে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদদের একাংশ৷ সরাসরি বাজার অর্থনীতিতে প্রভাব পড়েছে বলেও আশঙ্কা তৈরি হয়েছে৷ আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সাধারণ জনতার চাপ কমাতে কেন্দ্র সরকারের আর্জি মেনে ব্যবস্থা নেওয়ার ঘোষণা বিদ্যুৎ মন্ত্রীর৷

লকডাউন পরিস্থিতির কথা মাথা রেখে বিদ্যুৎ বিল জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর ঘোষণা রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার৷ বুধবার রাজ্যের বিদ্যুতমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমে জানিয়েছেন, লকডাউনের কারণে ৩১ মার্চের মধ্যে যাঁদের বিদ্যুৎ বিল জমা দেওয়ার নির্দিষ্ট দিন ধার্য ছিল, তাঁদের আগামী ৯ এপ্রিলের মধ্যে বিল মেটাতে পারবেন৷ লকডাউন পরিস্থিতি বিচার করে ৩১ মার্চের সময়সীমা বাড়িয়ে ৯ এপ্রিল করা হয়েছে৷ বিদ্যুৎ বিল জমা দিতে হবে এপ্রিল মাসের মধ্যেই৷ সময়সীমা বাড়লেও কোনও ছাড়া মিলবে না বলে সূত্রের খবর৷

যদি গত সপ্তাহে আরবিআইয়ের তরফে আগামী তিন মাসের জন্য সমস্ত ধরনের ঋণের কিস্তি স্থগিত রাখার বিষয়ে ব্যাংকগুলিকে আর্জি জানায়৷ ব্যাংকগুলিও ৩ মাস ইএমআই স্থগিত রাখার ঘোষণা করেছে৷ এরপর কেন্দ্রের তরফে বিদ্যুতের মাসুলে ছাড় দেওয়ার জন্য সমস্ত রাজ্যকে সুপারিশ পাঠায় কেন্দ্র৷ তিন মাসের বিদ্যুতের বিল না দিলেও অতিরিক্ত মাসুল দিতে হবে না বলেও প্রস্তাব দেয় কেন্দ্র৷ ৩ মাস পর অতিরিক্ত মাসুল ছাড়াই দেওয়া যাবে বকেয়া বিল বলেও রাজ্যগুলির কাছে প্রস্তাব পাঠায় কেন্দ্র৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =