পৌষমেলায় বাধ সেধেছে কোভিড, মনখারাপ শান্তিনিকেতনের

পৌষমেলায় বাধ সেধেছে কোভিড, মনখারাপ শান্তিনিকেতনের

নিজস্ব সংবাদদাতা, বোলপুর: করোনা অতিমারী যেন কেড়ে নিয়েছে জীবনের স্পন্দন৷ মানুষের আনন্দের পথে মূল বাধা হয়ে দাঁড়িয়েছে কোভিড৷ বাধ সেধেছে এবারের পৌষমেলায়৷ তাই এবছর বিষন্নতা ঘিরে ধরেছে শান্তিনিকেতনকে৷ আজ ৭ই পৌষ। শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলার সূচনা হয় এই দিনেই৷ কিন্তু এবার কোভিডের কারণে এই মেলা থেকে বিরত থেকেছে বিশ্বভারতী৷ তবে ঐতিহ্য মেনে একান্ত ঘরোয়া ভাবেই বিশ্বভারতী পৌষ উৎসব পালন করবে। বুধবার ছাতিমতলায় উপাসনার মধ্য দিয়ে সূচনা হয় পৌষ উৎসবের। 

তবে শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ পালন করছে পৌষ উৎসব। সেইমতো চিরাচরিত প্রথা মেনে ১২৬ তম পৌষ উৎসব পালন করা হচ্ছে৷ তবে বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, এ বারই প্রথম নয় এর আগেও দু’বার পৌষমেলা হয়নি। তা বন্ধ ছিল৷ ১৯৪৩ সালে মন্বন্তরের সময় এবং ১৯৪৬ সালে অবিভক্ত বাংলায় দাঙ্গার কারণে। ফের ২০২০ সালে করোনা অতিমারির কারণে পৌষমেলা বন্ধ থাকবে। তাই এখন মন খারাপ শান্তিনিকেতনের। 

মেলা না হওয়ায় মন খারাপ ছাত্রী থেকে পর্যটক সকলেরই। আগামিকাল বিশ্বভারতীর শতবর্ষ উৎযাপন হবে উপস্থিত থাকতে পারেন রাজ্যপাল, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী৷ এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 17 =