কলকাতা: সোমবারের তুলনায় তাপমাত্রার বিশেষ হেরফের মঙ্গলবার হয়নি৷ আজ, বুধবার আরও চওড়া তাপমাত্রার ইনিংস৷ কলকাতায় বরং সামান্য হলেও সর্বোচ্চ তাপমাত্রা কমেছে। কিন্তু তা হলেও সারদিন ধরে প্রচণ্ড গরমে হাঁসফাঁস করতে হয়েছে। বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ার কারণেই এই অস্বস্তিকর গরম।
আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম দিক থেকে আসা বায়ুস্রোত জোরালো ছিল এদিন। এই কারণে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের মাত্রা বেড়েছে। জলীয় বাষ্প বেশি থাকার কারণে সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারেনি। বরং অল্প কমেছে।
মঙ্গলবার সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ-পশ্চিম দিক থেকে আসা বায়ুস্রোত কিছুটা দুর্বল হলেই আবার তাপমাত্রা বাড়বে। সেটা এখন যে কোনও সময় হতে পারে। এখন যা পরিস্থিতি, তাতে তাপমাত্রার এরকম ওঠা-নামা চলবে। তবে এই প্রচণ্ড গরম থেকে রেহাই পাওয়ার বিশেষ আশা নেই। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা এদিন ৪০ ডিগ্রি ছুঁয়েছে। বাকি জায়গাগুলিতে ৪০ না ছুঁলেও তার আশপাশে রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা।