হিমঘর থেকে আলু বার করতে হবে, DM-দের ‘যুদ্ধকালীন’ পরিস্থিতিতে পদক্ষেপের নির্দেশ নবান্নের

কলকাতা: সবজির বাজার অগ্নিমূল্য৷ আলু ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে৷ বুধবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় চন্দ্রমুখী  আলু বিক্রি হচ্ছে ৫০ টাকা কিলো দরে। জ্যোতি আলু-৪০-৪৫…

কলকাতা: সবজির বাজার অগ্নিমূল্য৷ আলু ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে৷ বুধবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় চন্দ্রমুখী  আলু বিক্রি হচ্ছে ৫০ টাকা কিলো দরে। জ্যোতি আলু-৪০-৪৫ টাকা কেজি৷ এই অবস্থা কেন?  বাজারে জোগান কম, এদিকে, চাহিদা বাড়ায়, হু হু করে বাড়ছে আলুর দাম। এই পরিস্থিতি বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে তৎপর প্রশাসন। বাজারে আলুর জোগান বাড়াতে অবিলম্বে হিমঘর থেকে আলু বের করার নির্দেশ দিলেন মুখ্যসচিব বিপি গোপালিকা। যাতে কোনওভাবেই বাজারে আলুর সঙ্কট তৈরি না হয়৷ গোটা বিষয়ের উপর নজর রাখার জন্য মুখ্যসচিব জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে৷