হেঁশেলে ঝটকা দিচ্ছে আলু! ভয় নেই, এবার পকেটে স্বস্তি দিয়ে পাতে পড়বে বিদেশি আলু

কলকাতা: অগ্নিমূল্য বাজারে শাক-সবজি কিনতে গেলেই ছ্যাঁকা লাগছে মধ্যবিত্তের পকেটে৷ এমনটা সময় কথায় ছিল, কিছু না হোক ভাত-আলু সেদ্ধ খেয়ে কাটিয়ে দেওয়া যাবে৷ এখন সেই আলুই…

কলকাতা: অগ্নিমূল্য বাজারে শাক-সবজি কিনতে গেলেই ছ্যাঁকা লাগছে মধ্যবিত্তের পকেটে৷ এমনটা সময় কথায় ছিল, কিছু না হোক ভাত-আলু সেদ্ধ খেয়ে কাটিয়ে দেওয়া যাবে৷ এখন সেই আলুই তো আকাশ ছোঁয়া৷ তবে কি রান্না ঘরে এবার আসুর স্ট্রাইক? না তেমনটা কিছু হচ্ছে না৷ এবার মধ্যবিত্তের হেঁসেলে ঢুকবে বিদেশি আলু। হ্যাঁ, মূল্যবৃদ্ধির জেরে বিদেশ থেকে আলু আনার পরিকল্পনা করছে সরকার। শীঘ্রই বাঙালির রান্নাঘরে জায়গা পাবে ভুটানি আলু। ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ভূটান থেকে আলু আমদানি করতে চলেছে। এর ফলে সস্তায় আলু পাবেন সাধারণ মানুষ। তবে শুধু ভূটান নয়, অন্যান্য দেশ থেকেও আলু আমদানির পরিকল্পনা করছে সরকার।