আজ বিকেল: অন্যের ছবিতে সুপার ইম্পোজ করে মুখ্যমন্ত্রীর মুখ বসানো হয়েছে। বেশ কয়েকদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমনই এক বিকৃত ছবি নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের বিবিধ কমেন্ট উপচে পড়েছে তাতে। বিষয়টি তৃণমূল নেতৃত্বের নজরে আসতেই শুরু হয় তদন্ত।
তাতে দেখা যায় হাওড়ার বিজেপির যুব মোর্চার নেত্রী প্রিয়াংকা শর্মার ফেসবুক থেকে ছবিটি পোস্ট করা হয়েছে। এরপর জেলা তৃণমূলের তরফে ওই মহিলার বিরুদ্ধে থানায় অভিযোগ জমা পড়তেই শুরু হয় তদন্ত। সাইবার ক্রাইম শাখার তদন্তের পরিপ্রেক্ষিতে দেখা যায় প্রিয়াংকা শর্মা প্রথম ছবিটি পোস্ট করেন। তাঁকে এদিন জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়ার পর পুলিশ গ্রেপ্তার করেছে।
এদিকে গ্রেপ্তারির ঘটনায় ক্ষুব্ধ বিজেপি নেতৃত্বের মতে সবসময় মোদির বিরুদ্ধে অসম্মানজনক কথা বলে মুখ্যমন্ত্রী, কই তাঁকে তো গ্রেপ্তার করা হয় না। আসলে প্রিয়াংকা বিজেপি করেন বলেই ৎোষের বশে তাঁকে পুলিশে দেওয়া হল। প্রিয়াংকা বলেন, ফেসবুকে তো অনেকেই মুখ্যমন্ত্রীর মুখ বসানো বিকৃত ছবি শেয়ার করেছে, কিন্তু তাঁকেই ধরল পুলিশ। আর এটি তিনি সোশ্যাল মিডিয়ায় খুঁজে পেয়ে পোস্ট করেছেন। নিজে তৈরি করেননি। যদিও প্রিয়াংকার যুক্তি ধোপে টেকেনি। তৃণমূলের তরফে জানানো হয়েছে, কুরুচীকর ভাবে মুখ্যমন্ত্রীর ছবিকে ব্যবহার করা হয়েছে, এটি শাস্তিযোগ্য অপরাধ। কে কোন দল করে এখানে সেটি বড় কথা নয়।