শুভেন্দুর সমর্থনে বনগাঁয় দাদার অনুগামীদের পোস্টার, শুরু রাজনৈতিক তরজা

শুভেন্দুর সমর্থনে বনগাঁয় দাদার অনুগামীদের পোস্টার, শুরু রাজনৈতিক তরজা

বনগাঁ: রাজ্যের বিভিন্ন প্রান্তে শুভেন্দুর সমর্থনে আমরা দাদার অনুগামীদের পক্ষ থেকে পোস্টার ব্যানার পড়ছে গত কয়েক মাস ধরে৷ এবার দাদার অনুগামীদের ব্যানার পড়ল বনগাঁয়৷ যা নিয়ে ফের শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা৷ বনগাঁতে বাটার মোড়ে এলাকায় যশোর রোডের উপরে একটি গাছে দাদার অনুগামীদের পক্ষ থেকে ফ্লেক্স টানানো হয়৷ যেই ফ্লেক্সে লেখা রয়েছে “দাদার হয়ে চলবো মোরা
 দাদার হয়ে লড়বো। দাদার হয়ে বলবো মোরা জিতবো মোরা, জিতবো৷ সৌজন্যে দাদার অনুগামী, বনগাঁ উত্তর ২৪ পরগনা। যা নিয়ে ফের অস্বস্তিতে পড়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷ 

এই প্রসঙ্গে উত্তর ২৪ পরগনা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর গোপাল শেঠ বলেন শুভেন্দু অধিকারী আমাদের দলের মন্ত্রী সে ক্ষেত্রে বনগাঁ এলাকায় শুভেন্দু অধিকারী সঙ্গে আমাদের অনেক ব্যানার আগে থেকেই লাগানো আছে কিন্তু এখন কে বা কারা ফ্লেক্স লাগাচ্ছে আমরা জানি না l তারা যদি দলের কর্মী হয়ে থাকে তাহলে সাধুবাদ l শুভেন্দু অধিকারী এখনো আমাদের নেতা কিন্তু মমতা ব্যানার্জিকে যখন ছেড়ে অন্য দলে যাবেন তখন সেটা ভাবা যাবে কিন্তু এখন এই প্রসঙ্গে আমাদের কিছু বলার নেই l

যদিও এবিষয়ে শাসকদলের কোন্দলকেই দায়ী করছে ভারতীয় জনতা পার্টি৷ বারাসাত বিজেপির সাংগঠনিক জেলা সহ-সভাপতি দেবদাস মন্ডল বলেন, তৃণমূলের গোষ্ঠী কোন্দল এর ফল তৃণমূলে আগামীতে কোন ভাল মানুষ থাকবেন না l দেখুন না বিধায়ক কাউন্সিলররা কান্নাকাটি করছেন l তৃণমূল কংগ্রেস একটি কোম্পানি এটা পিসি ভাইপোর কোম্পানিতে কেন কর্মচারী হয়ে থাকবেন বলেও কটাক্ষ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 − one =