জঙ্গলমহলে ফিরল পোস্টার আতঙ্ক

জঙ্গলমহলে ফিরল পোস্টার আতঙ্ক

57a4d9d957f59235f5f31123425601ea

 

বাঁকুড়া: ৭৫ তম স্বাধীনতা দিবসের দিনই ফের পোস্টার পড়ল জঙ্গল মহলে৷ পোস্টারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে বাকুড়ার জঙ্গল মহলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারিকুল থানার জাঁতাডুমুর গ্রামে সাদা কাগজে লাল কালিতে লেখা একাধিক পোস্টার দেখা যায়৷ তাতে লেখা, ‘’যারা জোরদার জমিদার তারাই পাচ্ছে সরকারি বাড়ি৷’

কারা ওই পোস্টার লাগিয়েছে তা স্পষ্ট নয়৷ তবে বেনামী ওই পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশের অন্দরেও৷ স্থানীয়রা জানিয়েছেন, এদিন সকালে ঘুম থেকে উঠে গ্রামে তিনটি পোস্টার ও পতাকা পড়ে থাকতে দেখেন তাঁরা। খবর পেয়ে পুলিশ গ্রামে গিয়ে পোস্টার সহ পতাকা উদ্ধার করে৷ পোস্টার কাণ্ডে এলাকার রাজনৈতিক বিবাদকেই প্রাথমিক কারণ হিসেবে মনে করা হচ্ছে৷ তবে বিষয়টিকে হালকা চালে নিতে নারাজ পুলিশ থেকে সাধারণ মানুষ কেউই৷

কারণ, প্রায় একযুগ আগে মাওবাদীদের আঁতুড়ঘর হয়ে উঠেছিল ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়ার জঙ্গলমহলের বিস্তৃর্ণ এলাকা৷ রাতের অন্ধকার তো দূরে থাক দিন দুপুরেই পড়ত পোস্টার৷ লালগড়কে ঘাঁটি গেড়ে সমগ্র জঙ্গলমহলে সমান্তরাল প্রশাসন চালানোর হুঁশিয়ারি জারি করা হয়েছিল মাওবাদীদের তরফে৷ গুলি করে খুন করা তখন জঙ্গলমহলের রোজনামচা হয়ে উঠেছিল৷ পালা বদলের পর ধীরে ধীরে শান্ত হয় জঙ্গলমহল৷ স্বভাবতই, পোস্টার কাণ্ডে মাও যোগ সত্যি রয়েছে নাকি স্রেফ আতঙ্ক ছড়াতেই পোস্টার তা খতিয়ে দেখছেন জেলা পুলিশের শীর্ষ কর্তারা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *