‘নোংরা রাজনীতিকে সাফ করতে বাংলায় আসছে আপ’, পোস্টার বাঁকুড়ায়

‘নোংরা রাজনীতিকে সাফ করতে বাংলায় আসছে আপ’, পোস্টার বাঁকুড়ায়

 

বাঁকুড়া: আম আদমি পার্টির পোস্টার এবার বাঁকুড়ায়৷ রবিবার সাত সকালে বাঁকুড়া শহরের ব্যস্ততম সুভাষ রোডের বেশ কয়েকটি দেওয়ালে অরবিন্দ কেজরিওয়ালের ছবি সম্বলিত পোষ্টার দেখা যায়। তাতে লেখা, ‘‘নোংরা রাজনীতিকে সাফ করতে বাংলায় এবার আসছে আপ৷’’ যার জেরে জেলার সাধারণ মানুষ বলতে শুরু করেছেন, আর্বজনা সাফ করার স্লোগান তুলে রাজধানী দিল্লীর গণ্ডি ছাড়িয়ে এবার বাঁকুড়া জেলাতেও নিজেদের জমি শক্ত করতে আসরে নামল আম আদমি পার্টি।

পোস্টারে বাঁকুড়াবাসীকে নির্দিষ্ট নাম্বারে মিসড্ কল দিয়ে আম আদমি পার্টিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আর এই পোষ্টার ঘিরে শাসক ও প্রধান বিরোধী রাজনৈতিক দলের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা৷  তৃণমূল নেতা দিলীপ আগরওয়ালের দাবি, বিজেপিই এই পোষ্টার দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। এই রাজ্যে বিজেপি দল ‘ধুয়ে মুছে সাফ হয়ে গেছে’ দাবি করে তিনি বলেন, ‘‘আগামী বিধানসভা নির্বাচনে ত্রিপুরা, আসাম ও গোয়াতেও তৃণমূল যেভাবে সংগঠন তৈরি করছে তাতে ওখানেও ওরা ধুয়ে মুছে যাবে৷ তাই বিজেপি ভয় পেয়েই এইসব কাণ্ড করছে৷’’ যদিও শাসকের অভিযোগ উড়িয়ে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা বলেন, ‘‘যে দলের নেত্রী প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন তাদেরই এই কাজ। বিজেপি ‘ছোটো কাজে হাত দেয় না’৷’’  দু’তরফই পরস্পরের বিরুদ্ধে পোস্টার সাঁটানোর অভিযোগ আনায় জেলার রাজনৈতিক শিবিরে জোর চর্চ্চা শুরু হয়েছে, তাহলে কে সাঁটাল পোস্টার?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − sixteen =