‘টিএমসি সেটিং মাস্টার!’ এবার কৈলাসের বিরুদ্ধে পোস্টার ক্ষুব্ধ বিজেপির

‘টিএমসি সেটিং মাস্টার!’ এবার কৈলাসের বিরুদ্ধে পোস্টার ক্ষুব্ধ বিজেপির

436a5da5e829e149a6c1b8516325f36c

কলকাতা: বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়ের ফের একবার তৃণমূল কংগ্রেসের চলে যাওয়ায় বিজেপির অন্দরের ক্ষোভ আরো বহুগুণ বেড়ে গিয়েছে। অনেক আগে থেকেই পদ্ম শিবিরের অন্দরে যে ক্ষোভ রয়েছে তা প্রকাশ্যে এসেছিল। মূলত বাংলার নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার পর সেই ক্ষোভ আরো বেশি বিস্ফোরক হয়ে যায়। এবার মুকুল রায় দল বদল করে আরো বেশি অস্বস্তিতে বিজেপি শিবির। তবে এই প্রেক্ষিতে সবথেকে বেশি ক্ষোভের মুখে পড়ছেন বাংলার কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। তাঁর বিরুদ্ধে পোস্টার পড়েছে শহরের একাধিক জায়গায়। 

কৈলাসের বিরুদ্ধে যে পোস্টার পড়েছে তাতে লেখা রয়েছে, “টিএমসি সেটিং মাস্টার, গো ব্যাক”। এই লেখার সঙ্গে কৈলাস এবং মুকুলের একে অপরকে জড়িয়ে ধরার ছবিও রয়েছে পোস্টারে। জানা গিয়েছে, গতকাল রাজ্য বিজেপি সভাপতি সহ-সম্পাদকদের নিয়ে বৈঠক করেছেন কেন্দ্রীয় নেতা শিব প্রকাশ। সেই বৈঠকে কৈলাস বিজয়বর্গীয় বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ উগরে দলীয় নেতারা। তাৎপর্যপূর্ণ ভাবে গতকালের বৈঠকে উপস্থিত ছিলেন না কৈলাস নিজে। এরপর এই জায়গায় জায়গায় তাঁর বিরুদ্ধে পোস্টার পড়া শুরু হয়। বিজেপির একাংশ মনে করছে যে বাংলায় এইভাবে পর্যুদস্ত হওয়ার জন্য কৈলাস বিজয়বর্গীয় দায়ী। সেই কারণে এখন কৈলাস গোষ্ঠী এবং দিলীপ গোষ্ঠীর ভাগ আরো স্পষ্ট হয়ে গিয়েছে। বিজেপির কার্যালয় থেকে শুরু করে কলকাতা বিমানবন্দর সহ একাধিক জায়গায় কৈলাসের বিরুদ্ধে পোস্টার পড়েছে। 

কৈলাস বিজয়বর্গীয় সঙ্গে মুকুল রায়ের ঘনিষ্ঠতা সম্পর্কের সবাই ওয়াকিবহাল ছিল। তাই নির্বাচনে খারাপ ফল করার পর এবার মুকুল রায় ফের একবার তৃণমূল কংগ্রেসের চলে যাওয়ায় বিজেপির অন্দরের সমস্ত ক্ষোভ গিয়ে পড়ছে কৈলাসের উপর। সেই কারণেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে শহর জুড়ে এই পোস্টার দেওয়া হচ্ছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের অভিমত। প্রসঙ্গত, এর আগে বিজেপি নেতা তথাগত রায় টুইট করে কৈলাসের ব্যাপক সমালোচনা করেছিলেন। টুইটে তৃণমূল কংগ্রেস নেতাদের উদ্দেশ্যে লিখেছিলেন, ‘‌এবার কৈলাস বিজয়বর্গীয়কেও আপনারা নিয়ে নিন।’‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *