‘অকালকুষ্মাণ্ড’! অনুপমকে হঠানোর দাবিতে পোস্টার পড়ল বোলপুরে

‘অকালকুষ্মাণ্ড’! অনুপমকে হঠানোর দাবিতে পোস্টার পড়ল বোলপুরে

poster

কলকাতা: বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার সঙ্গে চরম পর্যায়ে পৌঁছাল রাজ্য নেতাদের সংঘাত। অনুপমের বিরুদ্ধে পোস্টার পড়ল বোলপুরে। সেখানে তাঁকে একেবারে ‘অকালকুষ্মাণ্ড’ বলে উল্লেখ করা হল৷ পোস্টার দিয়ে অনুপমকে দল থেকে বহিষ্কারের দাবি জানালেন বিজেপি’রই একাংশ। উল্লেখ্য, এই পোস্টার পড়েছে ‘আদি বিজেপি’র নামে। যদিও ওই পোস্টার দলের তরফে দেওয়া হয়নি বলেও দাবি গেরুয়া শিবিরের৷ 

গত কয়েক সপ্তাহ ধরেই তুঙ্গে অনুপমের সঙ্গে রাজ্য বিজেপি নেতাদের সংঘাত৷ রাজ্য বিজেপির বেশ কিছু নেতাকে নাম করে প্রকাশ্যে আক্রমণ শানিয়েছেন অনুপম। এমনকী রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার নিজের কেন্দ্র থেকেই ফের জিততে পারবেন কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন। রাজ্য বিজেপির পরিচালনা পদ্ধতি নিয়েও সওয়য়াল করেছেন অনুপম৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four + 14 =