কলকাতা: সাময়িক চিত্র যা ধরা পড়ছে তাতে গণনার শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে। পোস্টাল ব্যালটে গণনায় একাধিক জায়গায় এক দিকে এগিয়ে তৃণমূল কংগ্রেস অন্য দিকে এগিয়ে বিজেপি। প্রাথমিক ফ্রেন্ড ইঙ্গিত দিচ্ছে যে নন্দীগ্রামে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী, হাওড়ায় রাজীব বন্দ্যোপাধ্যায় এবং সিঙ্গুরে রবীন্দ্রনাথ ভট্টাচার্য। অন্যদিকে আবার বালিগঞ্জে এগিয়ে সুব্রত মুখোপাধ্যায়, কলকাতা পোর্টে ফিরহাদ হাকিম, বেহালা পূর্বে রত্না চট্টোপাধ্যায় সহ আরো অনেকেই। যদিও পোস্টাল ব্যালট ‘হিমশৈলের চূড়া’! তাই এখন থেকে ট্রেন্ড ধরে নেওয়া প্রচন্ড জটিল। কারণ, এখনো অনেক রাস্তা বাকি আছে ফলাফলে পৌঁছাতে।
নন্দীগ্রামে প্রাথমিকভাবে শুভেন্দু অধিকারী এগিয়ে থাকলেও এখনও দুটি ব্লকের তিন শতাধিক বুথের ইভিএম গণনা বাকি। একই রকম ঘটনা ডোমজুড় এবং সিঙ্গুরেও। তাই ফলাফল যে যে কোনও মুহূর্তে পরিবর্তিত হতে পারে তাতে কোনো সন্দেহ নেই। একই রকম ঘটনা ঘটতে পারে প্রত্যেক কেন্দ্রেই। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, পোস্টাল ব্যালটে গণনায় তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ১১৩ আসনে এবং বিজেপি এগিয়ে রয়েছে ১০৩ আসনে। সংযুক্ত মোর্চা এগিয়ে মাত্র ৬ আসনে।(প্রতিবেদন ছাড়ার সময় পর্যন্ত)। যদিও বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের দুই দল আশাবাদী যে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে। তাই আপাতত পোস্টাল ব্যালটে ট্রেন্ড নিয়ে দুই দলের কেউ কোন মন্তব্য করতে চান না।