সিনিয়র সিটিজেনদের জন্য সল্টলেকে নয়া উদ্যোগ ডাকঘরের

সিনিয়র সিটিজেনদের জন্য সল্টলেকে নয়া উদ্যোগ ডাকঘরের

49d07601b394f8be7b286974c83a84b7

কলকাতা: সল্টলেকে সিনিয়র সিটিজেনদের বসবাস। তাদের ছেলে মেয়ে নাতি নাতনি থাকে বিদেশে। ডাক ঘর থেকে ছেলে মেয়েদের জন্য পার্সেল পাঠানোর জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হত জেনারেল লাইনে। এবার সেই সমস্যার সমাধান। এবার সল্টলেকের সিসি ব্লকের ডাক ঘরে উদ্বোধন হলো স্পেশাল পার্সেল এবং ইন্টারন্যাশনাল মেলস কাউন্টার ও মাই স্ট্যাম্প কাউন্টার।আজ উদ্বোধনে উপস্থিত ছিলেন ডাক ঘর কলকাতা পূর্ব বিভাগের  আধিকারিক পান্ডুরাম চোরমোলে ও চিপ গেস্ট ছিলেন বিধাননগর পৌর নিগমের কো-অর্ডিনেটর তুলসী সিনহা রায় ও ডাক বিভাগের আধিকারিকরা। ফিতে কেটে প্রদীপ জ্বালিয়ে তার শুভ উদ্বোধন করা হয়।

ভারতীয় ডাক বিভাগে আগে থেকেই ছিল পার্সেল পাঠানোর সুবিধা কিন্তু তার জন্য ছিল একটি জেনারেল লাইন। যার ফলে গ্রাহকদের দীর্ঘক্ষণ পার্সেল নিয়ে দাঁড়িয়ে থাকতে হতো লাইনে। সেই সমস্যার সমাধান হলো আজ। সল্টলেকের সিসি ব্লক ডাক ঘরে উদ্বোধন হলো পার্সেল পাঠানোর জন্য আলাদা কাউন্টার। এর ফলে কাউকে আর পার্সেল পাঠানোর ক্ষেত্রে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হবে না। এর পাশাপাশি আরো একটি বিষয়ের উদ্বোধন করা হয়। সেটি হল মাই স্ট্যাম্প কাউন্টার। কি স্ট্যাম্প কাউন্টার ? আধিকারিকদের দাবি আগে স্ট্যাম্পে ভারতীয় লিজেন্ডদের ছবি থাকতো কিন্তু এবার কেউ যদি কোনো কিছু পাঠাতে চায় তাহলে তার ছবি দিয়ে ৩০০ টাকার বিনিময়ে স্ট্যাম্প তৈরি করতে পারবে। বিধাননগর পৌর নিগমের কো-অর্ডিনেটর তুলসী সিনহা রায় জানান, এই উদ্যোগের ফলে বিধাননগরবাসী খুবই উপকৃত হল। ডাক বিভাগকে ধন্যবাদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *