কলকাতা: এক তরুণীকে ধর্ষণ এবং তাঁর আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক নামী সঙ্গীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সৌম্য চক্রবর্তীকে (৩১) গ্রেপ্তার করল কাশীপুর থানার পুলিস। সোমবার অভিযুক্তকে শিয়ালদহ কোর্টে হাজির করা হলে বিচারক শুভদীপ রায় ১ জুন পর্যন্ত পুলিস হেফাজতে রাখার নির্দেশ দেন। ইতিমধ্যে ওই তরুণী শিয়ালদহের এক বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের (জেএম) কাছে ‘গোপন জবানবন্দি’ দিয়েছেন। পুলিস সূত্রের খবর, অভিযুক্তের মা ও মামার খোঁজ চলছে। অভিযুক্তের আইনজীবীর বক্তব্য, সব অভিযোগই মিথ্যা ও ভিত্তিহীন। যে কোনও শর্তে তাঁকে জামিন দেওয়া হোক।
মুখ্য সরকারি আইনজীবী অরূপ চক্রবর্তী বলেন, শহরের এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ওই তরুণী উত্তর কলকাতার কাশীপুর রোডে একটি বাড়িতে ভাড়া থাকেন। ২০১৬ সালে কলকাতায় গানের এক অনুষ্ঠানে দু’জনের আলাপ হয়। পরবর্তী সময় ওই যুবক তরুণীকে কুপ্রস্তাব দিলে তাঁদের মধ্যে বন্ধুত্ব নষ্ট হয় বলে অভিযোগ। ২০১৮ সালের নভেম্বরে মাসে ফের দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা হয়। এরমধ্যে দক্ষিণেশ্বরের বাসিন্দা ওই যুবক তাঁর মাকে দিয়ে ওই তরুণীকে বাড়িতে ডেকে পাঠান। তরুণী ওই যুবকের বাড়িতে গেলে তাঁকে মাদক মিশ্রিত ঠান্ডা পানীয় খেতে দেওয়া হয়। তা খেয়ে তিনি সংজ্ঞা হারালে সৌম্য তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ। সেই ছবি ভিডিও করা হয়। জ্ঞান ফিরলে তরুণী দেখেন তিনি বিবস্ত্র। এরপর তিনি কোনওভাবে পালিয়ে আসেন। সরকারি আইনজীবীর অভিযোগ, মোবাইলে তুলে রাখা ওই ভিডিও দেখিয়ে ওই যুবক তাঁকে বেশ কয়েকবার হুমকি দিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ। এক সময় ওই তরুণী বেঁকে বসলে ওই সৌম্য তাঁর আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন বলে অভিযোগ।