কলকাতা: আইপিএল জ্বরে ফুটছে তিলোত্তমা। শেষ মুহূর্তে আইপিএলের প্লে-অফ থেকে কলকাতার দল ছিটকে গেলেও প্লে-অফের দুটি ম্যাচই হতে চলেছে ইডেন গার্ডেন্সে। আর তাই ইতিমধ্যেই পারদ চড়তে শুরু করেছে আগামী এই প্লে-অফ ম্যাচকে কেন্দ্র করে। আজ এবং আগামীকাল অর্থাৎ ২৪ এবং ২৫ মে পরপর দুটি প্লে-অফ ম্যাচ হওয়ার কথা ইডেন গার্ডেন্সে। কিন্তু এত আবেগ, উত্তেজনার মধ্যেই আশঙ্কার কথা শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। জানা যাচ্ছে, আজ এবং কাল অর্থাৎ কলকাতার ইডেন গার্ডেন্সে যে দুদিন প্লে-অফ ম্যাচ হওয়ার কথা সেই দু’দিনই কলকাতাসহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের কাছে। আর এই পূর্বাভাস দেখেই কার্যত মাথায় হাত শহরবাসীর। টানটান উত্তেজনাপূর্ণ এই দুটি ম্যাচ আদৌ হবে কিনা সেই নিয়ে ইতিমধ্যেই সন্দেহ প্রকাশ করছেন অনেকে।
আজ অর্থাৎ মঙ্গলবার গুজরাট টাইটানসের সঙ্গে ২২ গজের লড়াইয়ে নামছে রাজস্থান রয়ালস। অন্যদিকে আগামীকাল অর্থাৎ বুধবার লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আগামী এই দুই প্লে-অফ ম্যাচের সমস্ত প্রস্তুতির কাজ ইতিমধ্যেই সেরে ফেলেছে সিএবি। জানা যাচ্ছে এই দুটি ম্যাচেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে সিএবির তরফ থেকে। সেই আমন্ত্রণের জবাবে সিএবি তথা সিএবি সভাপতি অভিষেক ডালমিয়াকে একটি চিঠিতে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই দুটি ম্যাচকে কেন্দ্র করে উত্তেজনা এমন চরম পর্যায়ে পৌঁছেছে যে ইতিমধ্যেই টিকিটের হাহাকার সর্বত্র। অথচ প্রস্তুতির একেবারে শেষ লগ্নে এসে দাঁড়িয়ে এই ম্যাচ আদৌ হবে কি না তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে মঙ্গল এবং বুধবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলোতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এই সমস্ত জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেও হাওয়া অফিস সূত্রে খবর। হলে স্বাভাবিক ভাবে মনে করা হচ্ছে বৃষ্টিপাতের জেরে ম্যাচে ব্যাঘাত ঘটতে পারে।
অন্যদিকে আগামী এই দুটি প্লে-অফ ম্যাচের সফলতা কামনা করে ইতিমধ্যেই সিএবি সভাপতি অভিষেক ডালমিয়াকে একটি চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই চিঠিতে তিনি লিখেছেন, ‘২৪ ও ২৫ তারিখ আইপিএলের প্লে অফ ম্যাচে আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। কলকাতা আবার আইপিএলের ম্যাচ আয়োজন করবে এটাই খুব আনন্দের ব্যাপার ক্রিকেট অনুরাগীদের জন্য। বিশ্বের অন্যতম টি-টোয়েন্টি প্রতিযোগিতার স্বাদ এবং উত্তেজনা অনুভব করার সুযোগ পাওয়া যাবে দীর্ঘদিন পরে। সিএবি এবং সমস্ত স্টেক হোল্ডারদের আন্তরিক অভিনন্দন জানাই। সমস্ত অংশগ্রহণকারী দল, খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং আধিকারিকদের শুভেচ্ছা জানাই। কলকাতায় যে ক’দিন থাকবে তা হয়ে উঠুক সর্বাঙ্গীন সুন্দর। দুটো প্লে অফ ম্যাচ সব অর্থেই হয়ে উঠুক দারুণ সফল।’