পজিটিভিটি রেট প্রায় ১০%, বঙ্গের জেলায় জেলায় বাড়ছে কোভিড চিন্তা

পজিটিভিটি রেট প্রায় ১০%, বঙ্গের জেলায় জেলায় বাড়ছে কোভিড চিন্তা

b5a644d543608e4645a0d6757ad33eab

কলকাতা: বাংলায় নতুন করে আক্রান্ত সংখ্যায় বিরাট বৃদ্ধি দেখা দিয়েছে বেশ কিছু দিন ধরেই। গত দু’দিন বেড়ে আজ আজ আবার তা ৫০০-র ওপর চলে গেল। তাই সংক্রমণ এইভাবে বৃদ্ধি পাওয়ায় চিন্তা থেকেই যাচ্ছে। এদিকে স্বস্তির বিষয় আজ কোনও মৃত্যু হয়নি বাংলাতে। তবে কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত আবার বাড়তে শুরু করেছে যা অস্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট আরও বেড়ে ৯.৫৫ শতাংশ। এদিকে সুস্থতার হার কমে ৯৮.৭৫ শতাংশ।

আরও পড়ুন: ‘হাইব্রিড কোভিড’ নিয়ে বড় আশঙ্কা করছে ‘হু’, এই লক্ষণগুলি চিন্তা বাড়াবে

রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৫১ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ২৫ হাজার ৫২৩ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় এক জনেরও মৃত্যু হয়নি রাজ্যে। মোট মৃত্যু দাঁড়িয়ে ২১ হাজার ২১৬ জনে। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ২৪৮ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ২০ লক্ষ ২২৭ জন। অন্যদিকে, আজ একদিনে পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৭৬৯ টি নমুনা। এতদিন পর্যন্ত মোট ২ কোটি ৫৫ লক্ষ ২৪ হাজার ৬০০ নমুনা পরীক্ষা করা হয়েছে।

এদিকে কিছুদিন আগে আবার কলকাতায় পোলিওর জীবাণুর হদিশ মিলেছিল। মেটিয়াবুরুজ এলাকায় এক নর্দমায় এই জীবাণূ মেলে। করোনা আবহে এই খবর আরও ব্যাপক আতঙ্ক বৃদ্ধি করেছে রাজ্য। তবে শুধু কলকাতায় নয়, লন্ডনেও পাওয়া গিয়েছে পোলিওর জীবাণূ বলে খবর। তবে কোথা থেকে এই ভাইরাস এসেছে এবং তা ছড়িয়ে পড়েছে কিনা সেটা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে। হঠাৎ করেই ব্রিটেনের রাজধানী লন্ডন থেকে টাইপ টু পোলিও ভাইরাসের হদিশ পাওয়া গিয়েছে। তবে এখনো পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের কোন খোঁজ মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *