কলকাতা: মঙ্গলবার সন্ধে থেকেই নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে দক্ষিণবঙ্গে৷ বুধবার সকালেও পরিস্থিতি এক৷ এরই মধ্যে ঘটল বিপত্তি৷ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ৯ নম্বর আহিরীটোলা স্ট্রিটের একটি পুরনো দোতলা বাড়ি৷ ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে একটি শিশু সহ সাত জন৷ খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল৷ ধ্বংসস্তুপের নীচ থেকে প্রথমে বার করে আনা হয় এক মহিলাকে৷ ওই পরিবারের ৪ জনকে উদ্ধার করা সম্ভব হলেও, একরত্তি শিশুকন্যা ও তার দিদিমাকে উদ্ধার করতে বেগ পেতে হচ্ছে৷ ঘটনাস্থলে রয়েছে দমকল বাহিনী ও এনডিআরএফ৷
আরও পড়ুন- হাই ভোল্টেজ ভবানীপুরে ভোটের আগে তৎপর পুলিশ, রাতভর চলল নাকা চেকিং
দুর্ঘটনাগ্রস্ত দোতলা বাড়িটি বেশ পুরনো। তার উপর দীর্ঘদিন কোনও সংস্কার করা হয়নি। বুধবার ভোর চারটে নাগাদ হুড়মুড় করে ভেঙে পড়ে বাড়ির একাংশ৷ বিকট শব্দে আতকে ওঠেন স্থানীয়রা৷ বাড়ির ভিতর থেকে শোনা যায় আর্তনাদ৷ বৃষ্টি উপেক্ষা করেই উদ্ধার কার্যে হাত লাগান স্থানীয় বাসিন্দারা৷ পরে পুলিশ ও দমকলে খবর দেওয়া হয়৷ খবর পেয়ে উদ্ধারে নামে বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ উল্লেখ্য, এই বাড়িটিতে রয়েছে বেশ কয়েকটি পরিবারের বাস৷ শেষ পর্যন্ত ধ্বংসস্তুপে আটকে পরা সকল ব্যক্তিকেই উদ্ধার করা সম্ভব হয়েছে বলে খবর৷ তাঁদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ বৃষ্টির জেরেই বাড়িটি ভেঙে পড়েছে বলে অনুমান৷
প্রসঙ্গত, চলতি মাসের ১১ তারিখ বড়বাজার এলাকায় ১ নম্বর বাবুলেনে ভেঙে পড়েছিল একটি পুরনো চারতলা বাড়ি৷ টানা বৃষ্টির জেরেই দুর্ঘটনাটি ঘটে৷ তার আগে গত জুন মাসে শিয়ালদহ সুরেন্দ্রনাথ কলেজের পাশে থাকা একটি তিন তলা বাড়ি ভেঙে পড়েছিল৷