কলকাতা: টলিউড এবং টেলিভিশনে তৃণমূলের একাধিপত্যে এবার ভাগ বসাচ্ছে বিজেপিও। এতদিন বাংলা সিনেমা এবং টেলিভিশন জগতের অভিনেতারা প্রায় সিংহভাগ তৃণমূল ঘনিষ্ঠ৷ এখন সেখানে অনেকেই ‘বেসুরো’ হয়ে দলে দলে নাম লেখাচ্ছেন ভারতীয় জনতা পার্টিতে। কার্যত দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে অভিনয় জগতও। শুক্রবার বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ অভিনেতা কৌশিক রায়ের বিজেপি যোগে সেই ছবি আরও স্পষ্ট হয়ে গেল।
বর্তমানে বাংলা টেলিভিশনের বহুল চর্চিত ধারাবাহিক ‘খরকুটো’-এর কেন্দ্রীয় চরিত্র কৌশিক রায়। তার চরিত্র ‘বাবিন’ সিরিয়ালপ্রেমীদের মনে একটা আলাদা জায়গা করে নিয়েছে। শুক্রবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপস্থিতিতেই লিখিতভাবে বিজেপিতে যোগ দিলেন অভিনেতা। বিজেপির রাজ্য সদর দফতরে এদিন তার হাতে পতাকা তুলে দেন দিলীপ ঘোষ। উপস্থিত ছিলেন রাজ্য যুব বিজেপির সভাপতি সৌমিত্র খাঁ-সহ আরও অনেকে।
বিজেপির রাজ্য সভাপতির থেকে দলীয় পতাকা হাতে তুলে নেওয়ার পর অভিনেতা কৌশিক জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই রাজনীতিতে আসার পরিকল্পনা ছিল তার। তবে কিছুতেই মনস্থির করে উঠতে পারছিলেন না কোন দলে যোগ দেওয়া উচিত। মানুষের কাছ থেকে পাওয়া অফুরন্ত ভালবাসায় আপ্লুত তিনি। আর সেই জন্যই অভিনেতা মনে করেন, এবারে মানুষকে কিছু ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। মানুষের পাশে থাকতে এবং সাধারন মানুষের হয়ে কাজ করার জন্যই তার বিজেপিতে যোগদান, এমনটাই জানিয়েছেন ‘খড়কুটো’ ধারাবাহিকের অভিনেতা কৌশিক রায়।