৩৪ কোটির বড়লোক প্রার্থীর পাশে ৫০০ টাকার গরিব প্রার্থী, শেষ দফার নির্বাচনে সম্পদের বৈষম্য

৩৪ কোটির বড়লোক প্রার্থীর পাশে ৫০০ টাকার গরিব প্রার্থী, শেষ দফার নির্বাচনে সম্পদের বৈষম্য

e37635ac077ccc7b3e444f3d7b0f4b94

কলকাতা: বৃহস্পতিবার অষ্টম তথা শেষ দফার ভোট গ্রহণ। নির্বাচন হবে মালদহ, মুর্শিদাবাদ, কলকাতা উত্তর ও বীরভূম জেলার ৩৪টি বিধানসভা আসনে। প্রতিদ্বন্দিতা করবেন ২৮৩ জন প্রার্থী। এই দফায় মোট ৩৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হওয়ার কথা থাকলেও মালদহের বৈষ্ণবনগরের নির্দল প্রার্থী করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ায় ওই কেন্দ্রে আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে ভোট গ্রহণ। তবে আগামী মাসেই স্থগিত করে দেওয়া কেন্দ্রগুলির ভোটগ্রহণ হবে। অষ্টম দফার প্রার্থীদের কারও কারও সম্পত্তির পরিমাণ দেখলে চমকে যেতে হয়। এই ২৮৩ জন প্রার্থীর মধ্যে রয়েছেন ৫৫ জন কোটিপতি প্রার্থী। অন্যদিকে রয়েছেন মাত্র ৫০০ টাকার মালিক প্রার্থীও। তাহলে এক ঝলকে দেখে নেওয়া যাক শেষ দফার নির্বাচনের সবচেয়ে বড়লোক ও গরিব প্রার্থী কারা?

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস কর্তৃক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, অষ্টম দফার প্রার্থীদের মাথাপিছু সম্পদের পরিমাণ ১.০৮ কোটি টাকা। ২৮৩ জন প্রার্থীর মধ্যে ৫ কোটি টাকার বেশি সম্পত্তি রয়েছে মোট ১১ জনের। ২ কোটি থেকে ৫ কোটির মধ্যে সম্পদ রয়েছে ৩০ জন প্রার্থীর। আবার ১০ লক্ষ থেকে ৫০ লক্ষের মধ্যে সম্পত্তি রয়েছে ৭০ জনের। সবচেয়ে বেশি ১২৬ জন প্রার্থীর সম্পত্তির পরিমাণ ১০ লক্ষ টাকারও কম। সব মিলিয়ে ২৮৩ জন প্রার্থীর গড় সম্পদ ১.০৮ কোটি টাকা। তার মধ্যে দলগতভাবে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সম্পদ সবচেয়ে বেশি (৪.২৬ কোটি টাকা)। বিজেপির প্রার্থীদের গড় সম্পদ ২.৩৫ কোটি টাকা। জাতীয় কংগ্রেসের প্রার্থীদের গড় সম্পদ ১.২০ কোটি টাকা। সবচেয়ে কম সিপিআইএম প্রার্থীদের গড় সম্পত্তি ৭০.৩৪ লক্ষ টাকা।

এডিএস-এর রিপোর্ট অনুযায়ী, অষ্টম দরকার ২৮৩ জন প্রার্থীর মধ্যে কোটিপতি প্রার্থী রয়েছেন ৫৫ জন। তার মধ্যে তৃণমূল কংগ্রেসের ২৮ জন এবং ভারতীয় জনতা পার্টির ১২ জন প্রার্থী রয়েছেন। সিপিআইএমের ১০ জন প্রার্থীর মধ্যে মাত্র ১ জন প্রার্থী স্বীকার করেছেন যে তার ১ কোটি বা তার বেশি সম্পত্তি রয়েছে। অষ্টম দফার সবচেয়ে বড়লোক প্রার্থীদের মধ্যে প্রথম স্থানে আছেন বীরভূম জেলার নলহাটি কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস কুমার যাদব। স্থাবর-অস্থাবর মিলিয়ে তার মোট সম্পত্তির পরিমাণ ৩৪ কোটি টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন কলকাতা উত্তরের জোড়াসাঁকো কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিবেক গুপ্তা। তার মোট সম্পত্তি ৩১ কোটি টাকা। এই তালিকায় তৃতীয় স্থানে আছেন বীরভূমের হাঁসন কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ড. অশোক কুমার চট্টোপাধ্যায়। তার মোট সম্পদের পরিমাণ ১৪ কোটি টাকা।

এডিএস-এর রিপোর্টে অষ্টম তথা শেষ দফার নির্বাচনের সবচেয়ে গরিব প্রার্থী কলকাতা উত্তরের কাশিপুর বেলগাছিয়া কেন্দ্রের নির্দল প্রার্থী কুশ মাহালী। তার সম্পদের পরিমাণ মাত্র ৫০০ টাকা। এরপর ৩০৭৬ টাকার সম্পত্তি নিয়ে দ্বিতীয় সবচেয়ে গরিব প্রার্থী কলকাতা উত্তরের মানিকতলা কেন্দ্রের নির্দল প্রার্থী নিমাই নাথ। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্রের বিএসপি প্রার্থী সজল সেন। তার মোট সম্পত্তি মাত্র ৩৩৫৩ টাকা। অষ্টম দফার প্রার্থীদের মধ্যে ৯৬ জন প্রার্থী নিজেদের নামে উচ্চ ঋণ থাকার কথা স্বীকার করে নিয়েছেন। শেষ দফার ভোটের প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ঋণের বোঝা রয়েছে বীরভূম জেলার নলহাটি কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস কুমার যাদবের ঘাড়ে। তার নামে প্রায় ৮ কোটি টাকার ঋণ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *