কলকাতা: কলকাতার বায়ুদূষণ মাঝেমধ্যেই ছাপিয়ে যাচ্ছে দিল্লিকে। সহনসীমার চেয়ে অনেক বেশি পরিমাণে সূক্ষ্ম ও অতিসূক্ষ্ম কণা বাতাসে ভাসছে। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালও (এনজিটি) বারবার রাজ্য সরকারকে এ বিষয়ে সতর্ক করছে। তবে শহরের বুকে সবথেকে বেশি দূষণ ছড়াচ্ছে জঞ্জাল পোড়ানো থেকে। খোলা রাস্তার উপরে টায়ার পোড়ানোয় দূষণ চরম পর্যায়ে উঠছে। এনজিটি বছর কয়েক আগে এ ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু সেটা ধর্তব্যের মধ্যে আনা হচ্ছিল না। মূলত, শহরের সাফাইকর্মীদের বিরুদ্ধেই যত্রতত্র জঞ্জাল পোড়ানোর অভিযোগ ওঠে। এবার এ বিষয়ে কড়া পদক্ষেপ নিয়েছে কলকাতা পুর প্রশাসন। বিজ্ঞপ্তি জারি করে পুর কমিশনার খলিল আহমেদ নির্দেশ দিয়েছেন, আবর্জনা বা শুকনো পাতা তুলে পোড়ানো হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই আবর্জনাকে জঞ্জাল অপসারণ বিভাগের কর্মীর হাতেই বা গাড়িতে ফেলতে হবে। যা ডাম্পিং গ্রাউন্ডে ফেলে আসতে হবে। কোনওভাবে সেগুলি প্রকাশ্যে রাস্তায় পুড়িয়ে বায়ুদূষণ করা চলবে না। নির্দেশ যথাযথ পালন হচ্ছে কি না, তার উপর জঞ্জাল অপসারণ বিভাগের কর্তাদের কড়া নজরদারিতে রাখতে বলেছেন পুর কমিশনার।
আবর্জনা পুড়ে বাড়ছে দূষণ, কড়া ব্যবস্থা নেওয়ার বিজ্ঞপ্তি
কলকাতা: কলকাতার বায়ুদূষণ মাঝেমধ্যেই ছাপিয়ে যাচ্ছে দিল্লিকে। সহনসীমার চেয়ে অনেক বেশি পরিমাণে সূক্ষ্ম ও অতিসূক্ষ্ম কণা বাতাসে ভাসছে। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালও (এনজিটি) বারবার রাজ্য সরকারকে এ বিষয়ে সতর্ক করছে। তবে শহরের বুকে সবথেকে বেশি দূষণ ছড়াচ্ছে জঞ্জাল পোড়ানো থেকে। খোলা রাস্তার উপরে টায়ার পোড়ানোয় দূষণ চরম পর্যায়ে উঠছে। এনজিটি বছর কয়েক আগে এ ব্যাপারে নিষেধাজ্ঞা