দিতেই হবে ভোটকর্মীদের নিরাপত্তা, নির্বাচন কমিশনে বিক্ষোভ শিক্ষাকর্মীদের

দিতেই হবে ভোটকর্মীদের নিরাপত্তা, নির্বাচন কমিশনে বিক্ষোভ শিক্ষাকর্মীদের

 

কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটকর্মীদের সুনিশ্চিত নিরাপত্তার দাবিতে আজ নির্বাচন কমিশন দফতরে ডেপুটেশন জমা দেয় শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ। মোট ১২ দফা দাবি নিয়ে বুধবার নির্বাচন কমিশন দফতরের সামনে বিক্ষোভও করেন তারা। তাদের দাবি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে তুলে ধরবে বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

আর কয়েক সপ্তাহ পরেই কোভিড পরিস্থিতি এবং রাজ্যজুড়ে রাজনৈতিক গরমাগরমির মধ্যেই হতে চলেছে বিধানসভা নির্বাচন। তাই ভোটকর্মীদের জন্য প্রতিটি বুথে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী-সহ সব রকম নিরাপত্তার দাবি তুলেছে ঐক্য মঞ্চ। নির্বাচন কমিশন দফতরে মোট ১২ দফা দাবি জানিয়েছে তারা। তাদের দাবিগুলি হল-

১) আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিটি ভোটকর্মীর জন্য সুনিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা এবং তার লিখিত প্রতিশ্রুতি দিতে হবে।
২) স্পর্শকাতর বুথগুলিতে দ্বিগুণ নিরাপত্তা বাহিনীর ব্যবস্থা রাখতে হবে।
৩) ভোট গ্রহণের জন্য ভোটকর্মীদের বাড়ি থেকে বের হওয়ার পর থেকে বাড়ি না ফেরা পর্যন্ত তাঁর জীবনের সমস্ত নিরাপত্তার ভার নির্বাচন কমিশনকে নিতে হবে।
৪) কর্মরত অবস্থায় কোনও হিংসাত্মক ঘটনায় ভোটকর্মীর মৃত্যু হলে ৫০ লক্ষ টাকা আর সাধারণ মৃত্যুর ক্ষেত্রে ৩০ লক্ষ টাকা তার পরিবারকে ক্ষতিপূরণ হিসাবে দিতে হবে। পাশাপাশি, পরিবারের একজনকে চাকরিও দিতে হবে।
৫) করোনা পরিস্থিতিতে ভোটকর্মী এবং ভোটারদের সুরক্ষিত রাখার জন্য সমস্ত রকম বিধিনিষেধ মেনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৬)  প্রতিটি বুথে প্রিসাইডিং অফিসারের সঙ্গে ৬ জন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী রেখে ভোটার এবং ভোটকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।
৭) হতাহতের জন্য আগে থেকে প্রতিটি ভোটকর্মীর জন্য বিমার ব্যবস্থা করতে হবে।
৮) ভোট শেষে সরঞ্জাম জমা দেওয়ার পর বাড়ি ফেরার জন্য উপযুক্ত যানবাহনের যথেষ্ট পরিমাণ ব্যবস্থা রাখতে হবে।
৯) নির্বাচন চলাকালীন প্রতিটি বুথে ভোটকর্মীদের থাকা, খাওয়া ও সঠিকভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া পরিচালনার জন্য উপযুক্ত পরিকাঠামোর ব্যবস্থা রাখতে হবে।
১০) রিলিভারের জন্য প্রতিটি বুথে একজন করে অতিরিক্ত ভোটকর্মী দিতে হবে।
১১) প্রিসাইডিং অফিসারের অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের তৎক্ষণাৎ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
১২) প্রতিবন্ধীদের ভোটকর্মী হিসাবে নিয়োগ করা যাবে না।

এই দাবি নিয়ে ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারীর নেতৃত্বে এদিন কমিশন দফতরের সামনে দীর্ঘক্ষন বিক্ষোভ করা হয়। এরপর তারা কমিশনের অতিরিক্ত চিফ ইলেক্টরাল অফিসার শৈবাল বর্মন এবং ডেপুটি সিইও বুলান ভট্টাচার্যের সঙ্গে দেখা করে তাদের দাবি পেশ করেন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মঞ্চের এই দাবিগুলিকে তারা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সামনে তুলে ধরবে। তারা আরও জানিয়েছেন, ভোট কর্মীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে। প্রতিটি বুথে অতিরিক্ত পোলিং অফিসার দেওয়ার বিষয়ে জানানো হয়েছে, করোনা পরিস্থিতির জন্য এমনিতেই বুথের সংখ্যা এইবারে অনেক বাড়ানো হচ্ছে। ঐক্য মঞ্চের পক্ষ থেকে কমিশনকে জানানো হয়েছে, তাদের দাবি না মানলে তারা এই আন্দোলনকে আরও বৃহত্তর রূপ দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *