কলকাতা: শনিবার নেতাজি জয়ন্তী উপলক্ষে শ্যামবাজার মোড় থেকে রেড রোড পর্যন্ত একটি মিছিল করেন মুখ্যমন্ত্রী। মিছিল শেষে নিজের বক্তৃতায় ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি তথা বাংলার ভূমিকা তুলে ধরেন মমতা। তবে সেখানেই রাশ টানেননি মুখ্যমন্ত্রী৷ এদিন মমতার বক্তব্যে ছিল কেন্দ্রের বিরুদ্ধের একের পর এক অভিযোগ৷ প্রথমেই মমতা বলেন, নেতাজীর তৈরি করা প্ল্যানিং কমিশন হারিয়ে গেল৷ একইসঙ্গে মমতার বিস্ফোরক দাবি, যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস হয়ে গেছে৷ এদিনের মঞ্চ থেকে তিনি দাবি তোলেন ফিরিয়ে দিতে হবে প্ল্যানিং কমিশন৷
মুখ্যমন্ত্রী বলেন, ”আগে প্ল্যানিং কমিশনের বৈঠকে আমি অফিসারদের নিয়ে যেতাম, নিজেদের যা যা দাবি, সেসব বলতাম। এখন তা তুলে নীতি আয়োগ করা হয়েছে। এখন আর কেন্দ্র-রাজ্যের মধ্যে এভাবে কথা হয় না, হওয়ার অবকাশই নেই। তাই আবার প্ল্যানিং কমিশন ফিরিয়ে আনা হোক।” প্রসঙ্গত, নেতাজির ১২৫ তম বর্ষে ইতিমধ্যেই ‘বাংলা প্ল্যানিং কমিশন’ তৈরির কাজে হাত দিয়েছে রাজ্য সরকার।
এদিন নাম করে বিজেপি ও মোদী সরকারেরও সমালোচনা করেন মুখ্যমন্ত্রী৷ বলেন, ওয়ান লিডার, ওয়ান নেশনের মূল্য কী আছে?” একইসঙ্গে মমতার কথায়, ইতিহাস নতুন করে লেখা যায় না, ইতিহাস পর্যালোচনা করতে হয়৷ এদিন কেন্দ্রের পরাক্রম দিবস নাম নিয়েও তোপ দাগেন মমতা৷ বলেন, ”আমাকে রাজনৈতিকভাবে না-ই পছন্দ করতে পারে। কিন্তু নেতাজির পরিবারের সদস্যরা, সুগত বসু বা সুমন্ত্র বসুর সঙ্গে কথা বলে নিতে পারত, কী নাম দেওয়া যায়, তা নিয়ে। বাংলার মনীষীকে শ্রদ্ধা, অথচ বাংলা ভাষা ঠিকমতো না জেনে ‘পরাক্রম’ দিবস ঘোষণা করে দেওয়া? এর অর্থ কী?”
এবার বাংলা দখলের জন্য মরিয়া হয়ে উঠেছে বিজেপি৷ যার জেরে বাংলার আদবকায়দা, সংস্কৃতি, মনীষী, বাঙালীমনস্কতায় ফোকাস করেছে গেরুয়া শিবির৷ যার ফলে রাজ্যের শাসকদলের কাছ থেকে বারবার বহিরাগত তকমাও পেতে হয়েছে তাদের৷ আজ নাম না করে নেতাজির জন্মজয়ন্তির মঞ্চ থেকেই তাদেরই হুঁশিয়ারি দিলেন মমতা৷