‘দেশভক্তির বদলে বাংলায় চলছে ভোট ব্যাঙ্কের রাজনীতি’, কটাক্ষ নমোর

‘দেশভক্তির বদলে বাংলায় চলছে ভোট ব্যাঙ্কের রাজনীতি’, কটাক্ষ নমোর

ডানলপ:  হুগলীর জনসভা থেকে সোনার বাংলা গড়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তোপ দাগলেন তৃণমূল সরকারের বিরুদ্ধে৷ কটাক্ষ করে বললেন, বাংলায় দেশভক্তির বদলে ভোট ব্যাঙ্কের রাজনীতি হচ্ছে৷ ভোট ব্যাঙ্কের রাজনীতি করতে গিয়ে এখানকার সংস্কৃতিকে অপমান করা হচ্ছে৷ বিকাশের বদলে চলছে তোষণের রাজনীতি৷ 

আরও পড়ুন-  কাটমানি-সিন্ডিকেটের চক্করে উন্নয়ন আটকে! মমতার সরকারকে একহাত প্রধানমন্ত্রীর

তাঁর কথায়, এই ধরনের মানুষদের কেউ ক্ষমা করবে না৷ বাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার হলে প্রত্যেক বঙ্গবাসী নিজেদের গৌরব ফিরে পাবে৷ কেউ তাঁদের ভয় দেখাতে পারবে না৷ কেউ দমাতে পারবে না৷ বাংলার গৌরবের সঙ্গে যে অন্যায় হয়েছে, তা দূর করা হবে৷ নমোর আশ্বাস, বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় এলে সোমার বাংলা গড়ে তোলার জন্য কাজ করা হবে৷ এখানকারা ইতিহাস, এখানকার সংস্কৃতি, আরও মজবুত হবে৷ এমন বাংলা হবে যেখানে আস্থা, আধ্যাত্ম আর উদ্যম থাকবে৷ যেখানে সকলের সম্মান থাকবে৷ এমন বাংলা গড়ে তোলা হবে যেখানে সকলের বিকাশ হবে৷ যেখানে তুষ্টিকরণ থাকবে না৷ তোলাবাজি থেকে মুক্ত বাংলা গড়ে উঠবে৷ রোজগার আর স্বরোজগারের সঙ্গে যুক্ত হবে বাংলার মানুষ৷    

আরও পড়ুন-   বাংলায় ব্রাত্য মণীষীরা, অবহেলায় ‘বন্দেমাতরম ভবন’, এর পিছনেও রাজনীতী, তোপ নমোর

প্রধানমন্ত্রী বলেন, বাংলায় রাজত্ব করেছে তাঁরা বাংলাকে আজ বেহাল করে দিয়েছে৷ মা-মাটি-মানুষের কথা বলা লোকেরা বাংলার বিকাশের পথে প্রাচীর হয়ে দাঁড়িয়েছে৷ কেন্দ্রীয় সরকার কৃষকদের অধিকারের টাকা সরাসরি তাঁদের ব্যাঙ্কে পৌঁছে দেয়৷ কিন্তু রাজ্য সরকারের যোজনার টাকা তৃণমূলের তোলাবাজদের সম্মতি ছাড়া গরিবদের হাতে পৌঁছতেই পারে না৷ এই কারণেই গ্রামে গ্রামে তৃণমূলের নেতাদের সম্পত্তি বেড়েই চলেছে৷ আর সাধারণ পরিবার গরিব থেকে আরও গরিব হয়ে যাচ্ছে৷ 

রাজ্য সরকারের এই মানসিকতার জন্যই প্রধানমন্ত্রী কিষাণ যোজনার টাকা পায়নি বাংলার কৃষকরা৷ তাঁদের অধিকার এখানকার সরকার কেড়ে নিয়েছে৷ আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা থেকেও বঞ্চিত হয়েছে বাংলা৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *