হাইকোর্টের সামনে রাজনৈতিক গান-পথ নাটক, থানায় দায়ের অভিযোগ

হাইকোর্টের সামনে রাজনৈতিক গান-পথ নাটক, থানায় দায়ের অভিযোগ

 

কলকাতা:  হাইকোর্টের সামনে বামেদের ব্রিগেড সমাবেশ সমর্থনে গান, পথনাটক করার ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের৷ গত বৃহস্পতিবার ব্রিগেড সমাবেশের সমর্থনে কলকাতা হাইকোর্টের সামনে বাম কর্মী সমর্থকরা পথনাটক করেন৷ ওই ঘটনার পরিপ্রেক্ষিতে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে বলে খবর৷

বিগ্রেড সমাবেশের প্রচারে শহর জুড়ে ফ্ল্যাশ মবের আয়োজন করেছিল বাম ছাত্র-যুবরা৷ তৈরি হয় গান৷ শস‍্যে ফসলে মিশেছে যাঁদের ঘাম, তাঁদের নিয়েই ব্রিগেড সমাবেশের কথা বলা হয় ওই ফ্ল্যাশ মবে৷ ফ্ল্যাশ মব শব্দটি প্রথম শোনা যায় ২০০৩ সালে৷ জনবহুল স্থানে কিছু সময়ের জন্যে প্রচারমূলক কর্মকাণ্ড করার পর জনতার ভিড়ে মিলিয়ে যাওয়ার আর্টফর্মের নামেই ফ্ল্যাশ মব৷ প্রথম এই ফ্ল্যাশ মব হয়েছিল ২০০৩ সালে ম্যানহাটনে৷

বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *