সৌরভের অসুস্থতার নেপথ্যে রাজনৈতিক চাপ! মুখ খুললেন কাকলি

সৌরভের অসুস্থতার নেপথ্যে রাজনৈতিক চাপ! মুখ খুললেন কাকলি

কলকাতা: জিম করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন সৌরভ গাঙ্গুলি। সঙ্গে সঙ্গে তাঁকে কলকাতার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ডাক্তার দেবী শেঠি জানান, সৌরভ আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। কিন্তু হঠাত্ কেন এমন হল সৌরভের৷ এর নেপথ্যে কি রয়েছে রাজনৈতিক চাপ? একুশের বাংলা দখলের জন্য মরিয়া ভারতীয় জনতা পার্টি৷ কিন্তু বাংলার বর্তমান শাসকদলের বিরুদ্ধে লড়ার জন্য কোনও জনপ্রিয় মুখ নেই তাদের কাছে৷ সেখান থেকে ধরে নেওয়া হয় দাদাকেই দিদির বিরুদ্ধে লড়াতে চায় মোদী-শাহ৷ বুধবার সাংবাদিক বৈঠকে বসেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার৷ সেখানে তাকে প্রশ্ন করা হয় সৌরভকে কি কোনও রাজনৈতিক চাপ দেওয়ার জন্যই আজ এই অবস্থা? এই প্রশ্নের উত্তরে মুখ খোলেন কাকলি৷

তিনি বলেন, ‘একজন চিকিত্সক হয়ে বলতে পারি যে কোনও চাপের কারণে এমনটা হয়েছে৷ কিন্তু সেই চাপ তো আমার দল দেয়নি৷’ এরপরই প্রসঙ্গটি এড়িয়ে যান বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার৷  

সৌরভকে দেখতে তৃণমূল, কংগ্রেস, বিজেপি, সিপিএম সহ সব দলের তাবড় নেতারা হাজির হন হাসপাতালে। সৌরভকে দেখতে চান অশোক ভট্টাচার্যও৷ হাসপাতাল থেকে বেরিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন তিনি। বলেন, সৌরভের ওপর রাজনৈতিক চাপ ছিল। এটা অনভিপ্রেত। কিছু মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য রাজনৈতিকভাবে ওঁকে ব্যবহার করছে। অশোকবাবুর এই মন্তব্যের পর থেকেই ফের দাদাকে নিয়ে শোরগোল শুরু হয়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে৷ নির্বাচনের আগে সৌরভের আচমকা এই অসুস্থতাতে কি অস্বস্তিতে পড়ল বঙ্গ বিজেপি? উঠছে প্রশ্ন৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *