‘রাজনীতি’ চান না মৃতদের পরিবারের কেউ, বাধার মুখে সিপিএম সহ বিরোধীরা

‘রাজনীতি’ চান না মৃতদের পরিবারের কেউ, বাধার মুখে সিপিএম সহ বিরোধীরা

e0b56b88d67c5e58fa8ce7dcd8ca8807

কলকাতা: বাগুইআটির দুই ছাত্রকে অপহরণ করে খুনের ঘটনায় উত্তাল বঙ্গ। রাজনৈতিক তরজাও যে শুরু হয়েছে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। রাজ্য সরকারকে নিশানা করে ইতিমধ্যেই অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে বিরোধীরা। কিন্তু মৃতদের পরিবার কি রাজনীতি চায়? এই প্রশ্ন উত্তর হয়তো মিলল। কারণ নিহত ছাত্রদের বাড়িতে গিয়ে ক্ষোভের মুখে পড়ল বিজেপি, কংগ্রেস এবং সিপিএমও। এমনই পরিস্থিতি তৈরি হয়েছিল যে সিপিএম নেতারা সেখান থেকে চলে আসেন, তাদের ভিতরেও ঢুকতে দেওয়া হয়নি।

আরও পড়ুন- বুধের সকালে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে CBI হানা, কয়লা পাচারকাণ্ডে চলছে তল্লাশি

বুধবার বিকেলে অভিষেক নস্করের বাড়িতে যান সিপিএমের রাজ্য সাধারণ সম্পাদক মহম্মদ সেলিম ও সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী এবং রাজ্য কমিটির সদস্য সৃজন ভট্টাচার্য। তাঁরা মৃতের ছবি মালা দিতে গেলে বাধা প্রাপ্ত হন। বাড়ির লোকেরা তো বটেই স্থানীয়রাও তাদের এই আসা মেনে নেননি। প্রশ্ন তোলা হয়, এতদিন পরে মনে পড়ল? রাজনীতি করতে এসেছেন? কিছু পরেই নিহতের বাড়ি ছাড়তে দেখা যায় রাজনৈতিক নেতাদের। অন্যদিকে এদিন কংগ্রেসের প্রতিনিধিরাও অপর মৃত ছাত্র অতনু দের বাড়িতে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তাঁদেরকেও কার্যত ফিরিয়ে দেন প্রতিবেশীরা।

অতনু ও অভিষেক খুনের তদন্তভার পেয়েছে সিআইডি। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন। ইতিমধ্যেই ক্লোজ করা হয়েছে বাগুইআটি থানার আইসিকে। আসলে খুনের ঘটনায় পুলিশের ওপর ক্ষোভ বাড়ছে। তাদের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ জানিয়েছে দুজনের পরিবার। আগে থেকে পদক্ষেপ করা হলে এই ঘটনা ঘটত না বলেই দাবি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *