দুর্গাপুর: দুর্গাপুরে চাকরির দাবিতে বিক্ষোভ করতে গিয়ে সিআইএসএফ-এর লাঠিচার্জে জখম হলেন পাঁচজন ট্রেড অ্যাপ্রেনটিস।
জানা গিয়েছে, বৃহস্পতিবার দুর্গাপুর ইস্পাত কারখানার অতিথিশালায় আসেন কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রী চৌধুরি বীরেন্দ্র সিং। এদিন কারখানা পরিদর্শনের জন্য তিনি সেখান থেকে বের হওয়ার সময় অতিথিশালার বাইরে প্রায় ৫০০ জন ট্রেড অ্যাপ্রেনটিস বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁদের অভিযোগ, দুর্গাপুর ইস্পাত কারখানায় প্রশিক্ষণ নেওয়া সত্ত্বেও চাকরি মেলেনি। তাই এই বিষয়ে তাঁরা কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা বলতে চান। বিক্ষোভের জেরে সিআইএসএফের লাঠিচার্জে আহত হন পাঁচজন। আহতদের হাসপাতালে ভরতি করা হয়। যদিও এই বিষয়ে SAIL-এর পক্ষ থেকে জানানো হয়, প্রশিক্ষণপ্রাপ্তদের চাকরি দিতেই হবে এমন কোনও প্রতিশ্রুতি প্রশিক্ষণের সময় দেওয়া হয়নি।
