কলকাতা: খাস কলকাতায় ভরদুপুরে রাস্তায় গুলি৷ বাংলাদেশ হাই কমিশনের সামনে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন এক কর্মরত পুলিশকর্মী৷ গুলি লেগে মৃত্যু হয় এক মহিলার৷ এর পরেই আত্মঘাতী হন ওই পুলিশকর্মী৷ নিজের সার্ভিস রিভলভর থেকেই গুলি চালান তিনি৷
আরও পড়ুন- হাইকোর্টে ‘জয় ‘শুভেন্দু অধিকারীর, মামলা স্থানান্তর হল অভিষেকের
স্থানীয়রা জানান, শুক্রবার দুপরে আচমকাই ওই পুলিশকর্মী এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন৷ গুলি ছিটকে লাগে এক বাইক আরোহী মহিলার গায়ে৷ সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর৷ এর পর কিছুটা দূরে গিয়ে ওই পুলিশকর্মী নিজেকে গুলি করে আত্মঘাতী হন৷ প্রত্যক্ষদর্শীদের কথায়, প্রায় ১০ থেকে ১৫ রাউন্ড গুলি করেছেন ওই পুলিশকর্মী৷ এপর এক প্রত্যক্ষদর্শী বলেন, আমরা এখানে বসে খাচ্ছিলাম৷ হঠাৎ করেই ওই পুলিশকর্মী গুলি চালাতে থাকে৷ এক মহিলা বাইক নিয়ে আসছিলেন৷ গুলি লেগে তিনি পড়ে যান৷ ভয়ে সকলে ছোটাছুটি শুরু করে দেন৷ আতঙ্কে চিৎকার করতে থাকেন অনেকে৷ এরই মধ্যে সার্ভিস রিভলভার দিয়ে গুলি করে আত্মঘাতী হন ওই পুলিশ কর্মী৷
এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ পার্ক সার্কাসে বাংলাদেশ হাই কমিশনের ঠিক পিছনের রাস্তায় ঘটনাটি ঘটে৷ শোনা যাচ্ছে, ওই পুলিশকর্মী বাংলাদেশ হাইকমিশনেই নিযুক্ত ছিলেন৷ তাঁর নাম পরিচয় অবশ্য এখনও জানা যায়নি৷ সহকর্মীরাও তাঁর নাম বলতে পারেননি৷ তবে এক সহকর্মী জানান, আজই নাকি বাংলাদেশ হাইকমিশনের আউটপোস্টে কাজে যোগ দিয়েছিলেন তিনি৷ ঘটনাস্থলে রয়েছে কড়েয়া থানার পুলিশ৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>