এবার ইডেনে কোয়ারেন্টাইন সেন্টার গড়বে পুলিশ, কুর্নিশ CAB!

এবার ইডেনে কোয়ারেন্টাইন সেন্টার গড়বে পুলিশ, কুর্নিশ CAB!

 
কলকাতা: করোনা আবহে বন্ধ খেলা৷ থমকে ইডেনে৷ করোনা মহামারীর আবহে ইডেনকে কীভাবে ব্যবহার করা যেতে পারে, তা নিয়ে আগেই প্রস্তাব দিয়েছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়৷ সহমত জানিয়েছিল সিএবি৷ এবার করোনাযোদ্ধা কলকাতা পুলিশ কর্মীদের জন্য জরুরি ভিত্তিতে অস্থায়ীভাবে ইডেনে তৈরি হবে কোয়ারেন্টাইন সেন্টার৷

জানা গয়েছে, শুক্রবার সিএবি কর্তাদের সঙ্গে বৈঠক করে লালবাজার৷ বৈঠক শেষে ইডেন পরিদর্শন করেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা৷ এরপর সিদ্ধান্ত নেওয়া হয়, ইডেনের ই, এফ, জি, এইচ গ্যালারির নীচে আপাতত পুলিশ কর্মীদের জন্য কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করা হবে৷ এই কাজে পূর্ণ সহযোগিতা করবে সিএবি৷

শুক্রবার সিএবি কর্তাদের সঙ্গে লালবাজারে বৈঠকের পর প্রাথমিক ভাবে জায়গা চিহ্নিত হয়ে গিয়েছে৷ এবার দ্রুত সেই কাজ শুরু হতে চলেছে বলে খবর৷ প্রয়োজন পড়লে এল ব্লকের নীচেও কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করার ভাবনা শুরু হয়েছে। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, রাজ্য সরকার চাইলে ইডেনে কোয়ারেন্টাইন সেন্টার হিসাবে ব্যবহার করা যেতে পারে৷ কিন্তু, তখন সেই ব্যবস্থা করা হয়নি৷ পরিস্থিতির গুরুত্ব বুঝে অবশেষে ব্যবস্থা নিচ্ছে রাজ্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =