police
কলকাতা: মঙ্গলবার ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের ভোটগ্রহণ। তার আগে ভোটের নিরাপত্তা সংক্রান্ত ইস্যুতে মিলল বড় খবর। এই উপনির্বাচনের দায়িত্বে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশও থাকবে বলে জানানো হয়েছে। এমনটাই জানিয়েছেন, রিটার্নিং অফিসার তথা জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা। এই প্রেক্ষিতে বলতে হয়, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগে এক হুঁশিয়ারি দিয়েছিলেন পুলিশকে নিয়ে। তা আদতে বাস্তব হয় কিনা, সেটাই দেখার।
ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচন নিয়ে বিজেপি বিধায়কের বক্তব্য ছিল, ভোটের দিন বুথের ২০০ মিটারের মধ্যে রাজ্য পুলিশকে ঢুকতে দেওয়া হবে না। কিন্তু এখন জলপাইগুড়ির জেলাশাসক জানিয়েছেন, ২০৫ টি জায়গার ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে মোট ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। একটি এবং দুটি বুথ রয়েছে এমন জায়গায় ১ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী আর তিনটি ও চারটি বুথ রয়েছে এমন জায়গায় ২ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। এছাড়া রাজ্যপুলিশের কর্মীরাও মোতায়েন থাকবেন। তবে কিছু জায়গায় লাঠিধারী পুলিশ, কিছু জায়গায় ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশকর্মীরা।
প্রসঙ্গত, গত ২৫ জুলাই ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যু হয়েছিল। জুলাইয়ে কলকাতায় বিধানসভার অধিবেশনে যোগ দিতে এসে অসুস্থ হয়ে পড়েছিলেন বিজেপি বিধায়ক। এসএসকেএম হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তবে এই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজাও হয়েছিল। পরিবারের অভিযোগ ছিল চিকিৎসা নিয়ে অব্যবস্থা ছিল। বিতর্ক কিছুদিন চলার পর আগস্টে ঘোষণা হয় যে ধূপগুড়ি বিধানসভাতে উপনির্বাচন হবে।