শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করার আবেদন খোদ পুলিশের, কী এমন ঘটল

শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করার আবেদন খোদ পুলিশের, কী এমন ঘটল

কলকাতা: বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে যাদবপুর থানা। কারণ তারা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চায়। তার জন্য আদালতের অনুমতি প্রয়োজন। যদিও বিচারপতি এখনই কোনও সিদ্ধান্ত নেননি। তবে শুভেন্দু অধিকারীর আইনজীবীকে বিশেষ নির্দেশ দিয়েছেন। ৮ সেপ্টেম্বরের আগে এই ইস্যুতে কিছু বলা যাচ্ছে না।

কিন্তু কী এমন ঘটেছে যার জন্য খোদ পুলিশের তরফ থেকে স্বতঃপ্রণোদিতভাবে এফআইআর দায়ের করার আবেদন করা হচ্ছে? আসলে যাদবপুর কাণ্ড নিয়ে পরিস্থিতি সরগরম হওয়ার সময় বিজেপি মিছিল করেছিল। অভিযোগ, যুব মোর্চার মিছিলের সে দিন পুলিশের উদ্দেশে কটূক্তি করেছিলেন শুভেন্দু অধিকারী। এই কারণেই তাঁর বিরুদ্ধে এফআইআর করতে চাইছে যাদবপুর থানার পুলিশ। বক্তব্য, বিজেপি বিধায়ক ওই দিন পুলিশের কাজে যাদবপুরে বাধা দিয়েছেন। গালিগালাজ করেছেন। তবে এই নিয়ে আপাতত কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের নির্দেশ, শুভেন্দু অধিকারীর আইনজীবীরা লিখিতভাবে নিজেদের বক্তব্য জানাবেন। ৮ সেপ্টেম্বরের মধ্যে তাঁদের বক্তব্য জানাতে হবে। 

ঘটনা হল, যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডে সভা করে বিজেপি যুবমোর্চা৷ ওই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তাঁর অভিযোগ ছিল, সভা থেকে ফেরার পথে হামলা চালানো হয়েছে এবং সবটাই হয়েছে ‘পূর্বপরিকল্পিত’ ভাবে৷ তাঁকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে বলেও দাবি। এই প্রেক্ষিতে তিনি যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *