Aajbikel

যাদবপুরের রেজিস্ট্রারকে সৌরভ চৌধুরীর নামে হুমকি চিঠি, মামলা নিল পুলিশ

 | 
যাদবপুর

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু এবং যুগ্ম রেজিস্ট্রার সঞ্জয় গোপাল সরকারকে হুমকি চিঠি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র মৃত্যুতে গ্রেফতার হওয়া প্রাক্তন ছাত্র সৌরভ চৌধুরীর নামে ওই চিঠিতে খুনের হুমকি এসেছে। সেই ইস্যুতে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। এই ঘটনায় মামলা রুজু করল পুলিশ। ভারতীয় দণ্ডবিধির ৫০৬, ৫০৯ এবং ৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র মৃত্যুতে গ্রেফতার হয়েছে প্রাক্তনী এবং পড়ুয়া মিলিয়ে ১৩ জন। তবে ধৃত প্রাক্তন ছাত্র সৌরভ চৌধুরীকে 'বাঁচাতে' হবে কার্যত এমন দাবি করেই চিঠি দেওয়া হয়েছে রেজিস্ট্রার এহং যুগ্ম রেজিস্ট্রারকে। জানা গিয়েছে, দু’টি পোস্টকার্ডে লেখা চিঠিতে লেখার অযোগ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। বলা হয়েছে, মিথ্যে মামলায় সৌরভকে ফাঁসানো হচ্ছে, তার গায়ে একটা আঁচড় পড়লে জীবন শেষ করে দেওয়া হবে, একটি গুলিই তার জন্য যথেষ্ট। চিঠির প্রেরক হিসেবে এক ব্যক্তির নাম ব্যবহার করা হয়েছে, যাকে বলা হচ্ছে অধ্যাপক। কিন্তু পুলিশ জানতে পেরেছে, এই নামে কোনও অধ্যাপক যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নেই। অর্থাৎ পুরোটাই ভুয়ো।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় র‍্যাগিংয়ের বিষয়টি সামনে এসেছে। তবে যাদবপুর ছাড়াও একাধিক বিশ্ববিদ্যালয় এবং কলেজে এই নিয়ে অভিযোগ আসে। তার মধ্যে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, গুরুদাস কলেজ ইত্যাদি।   

Around The Web

Trending News

You May like