পুজোতে বিশেষ অ্যাপ আনছে পুলিশ, বিরাট সুবিধা পাবেন দর্শনার্থীরা

পুজোতে বিশেষ অ্যাপ আনছে পুলিশ, বিরাট সুবিধা পাবেন দর্শনার্থীরা

কলকাতা: বলো দুগ্গা মাই কী, জয়… আর বেশিদিন বাকি সেই এই ডাক উঠতে। চলতি মাস শেষ হলেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে যাবে। আর বাঙালি তার শ্রেষ্ঠ উৎসবের জন্য যে একদম তৈরি থাকবে তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই অনেকজন হয়তো পুজোর প্ল্যান সেরেও ফেলেছেন। কোথায়, কবে ঠাকুর দেখতে যাওয়া যাবে, তাও নির্দিষ্ট। তাই তো আগে থেকে তৎপর হয়ে উঠেছে পুলিশও। দুর্গাপুজোর জন্য বিশেষ অ্যাপ আনছে লালবাজার। 

কোন পুজো মণ্ডপে কত ভিড়, কত লাইন পড়েছে, কখন গেলে ঠাকুর দেখা সহজ হবে, সেইসব তথ্য জানাতে বিশেষ অ্যাপের ব্যবস্থা করছে কলকাতা পুলিশ। রাস্তার মোড়ে বৈদ্যুতিন স্ক্রিন ও সোশ‌্যাল মিডিয়ায় তা দর্শনার্থীদের জানিয়ে দেবে লালবাজার। অন্যান্যবার ভিড়ের কারণে অনেক রাস্তায় বিরাট জ্যাম সৃষ্টি হয়। অতিরিক্ত ভিড়ের চাপে পুলিশের কাজও বহুগুণ বেড়ে যায়। তাই এবার নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে সাধারণ মানুষের পুজোর চাপ কমাতেই এই উদ্যোগ নিয়েছে কলকাতা পুলিশ। সেই প্রেক্ষিতে দর্শনার্থীদের সুবিধার জন্য নতুন পদ্ধতি চালু করা হচ্ছে। 

এই যে বিশেষ অ্যাপ তার নাম দেওয়া হয়েছে ‘পুজো কিউ ওয়েটিং টাইম অ‌্যান্ড ডিসপ্লে সিস্টেম’। কোন মণ্ডপে কত ভিড় রয়েছে বা মণ্ডপের সামনে কতজন দর্শনার্থীর লাইন রয়েছে তা জানানোর জন্যই এই অ্যাপ। দর্শনার্থীদের সুবিধার জন্য গত কয়েক মাস ধরেই কাজ করছে কলকাতা পুলিশের রিসার্চ অ্যা ন্ড ডেভলপমেন্ট উইং। এছাড়া জানা গিয়েছে, একাধিক মণ্ডপে তৈরি থাকবে কলকাতা পুলিশের বিশেষ টিম। টিমের হাতে থাকবে নিজস্ব ক‌্যামেরা। ওই ক‌্যামেরার সঙ্গে সংযুক্ত থাকবে জিপিএস, বিশেষ সফটওয়্যার ও অ্যাপ।    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 6 =