ব্যারাকপুর: ফের উর্ধমুখি উত্তর ২৪ পরগনার করোনা সংক্রমণের গ্রাফ৷ তাই করোনা গাইড লাইন মানা হচ্ছে কি না, শনিবার তা দেখতে ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা বীজপুরের প্রত্যেক পুজো প্যান্ডেল ঘুরে দেখলেন৷
আরও পড়ুন- ‘বুড়ো বয়সে ভীমরতি’! ঘোড়ার গাড়িতে প্রেম করে ট্রোলড শোভন-বৈশাখী
কিছু মণ্ডপে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে দেবী আরাধনা৷ আবার কিছু জায়গা. শুরু হবে আগামীকাল থেকে৷ এরই মাঝে উত্তর ২৪ পরগণায় নতুন করে মাথা চাড়া দিয়েছে করোনার সংক্রমণ৷ উৎসবের মরশুমে যা প্রশাসনের কর্তাদের চিন্তার ভাঁজ আরও চওড়া করেছে৷ তাই আদালত ও রাজ্য সরকারের দেওয়া সমস্ত গাইডলাইন ঠিক করে পালিত হচ্ছে কি না তা সরেজমিনে খতিয়ে দেখতে আজ বীজপুর থানার অন্তর্গত প্রত্যেক প্যান্ডেল ঘুরে দেখলেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা।
পাশাপাশি পুজো উদ্যোক্তাদের সাথে কথা বলেন তিনি। পুজোতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার সাথেই দর্শনার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে পুজো উদ্যোক্তারা কি কি ব্যবস্থা গ্রহণ করছেন এবং আর কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে সেই বিষয়গুলিও সুনিশ্চিত করেন পুলিশ কমিশনার৷ মণ্ডপে আসা দর্শনার্থীদের উদ্দেশ্যেও তাঁকে বলতে শোনা যায়, সবাই কোভিড গাইড লাইন মেনে চলুন৷ তাতে নিজের এবং অন্যদের ভাল থাকা সুরক্ষিত হবে৷
আরও পড়ুন- নন্দীগ্রামে ভোট পরবর্তী হিংসায় গ্রেফতার শেখ সুফিয়ানের জামাই সহ ১১ জন তৃণমূল কর্মী
অন্যদিকে উৎসবের মরশুমে উত্তর ২৪ পরগনার মানুষকে আরও বেশি সচেতন করার লক্ষ্যে পুলিশ কর্মীদেরকে কঠোর নয়, বরং সাধারন মানুষের কাছ গিয়ে শান্ত ভাবে বোঝানোর কথাই স্পষ্ট জানিয়ে দিলেন পুলিশ সুপার। সেই সঙ্গে বারাসতবাসীদের পুজোতে সুরক্ষা প্রদান করার জন্য পুজোর গাইড ম্যাপ প্রকাশ করল বারাসাত জেলা পুলিশ। শনিবার জেলা পুলিশ অফিসে উপস্থিত ছিলেন পুলিশের শীর্ষ কর্তারা৷ এদিন সাংবাদিকদের মুখোমুখি জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন, এবছর পুজোতে প্রায় 3 হাজারের বেশি পুলিশ মোতায়েন থাকবে। তবে রাজ্য সরকারের নির্দেশিকায় এবছরের পুজো হবে। পুজো গাইড ম্যাপে সব মণ্ডপের তথ্য থাকবে। ডবল ভ্যাকসিন থাকলেই মণ্ডপে অঞ্জলি দিতে পারবেন সাধারণ মানুষ৷ কোর্টের নির্দেশ মেনে চলার পরামর্শ দেন পুলিশ সুপার৷