আধার তথ্য আড়াল করা হোক! রাজ্যকে সতর্ক করল পুলিশ

আধার তথ্য আড়াল করা হোক! রাজ্যকে সতর্ক করল পুলিশ

police

কলকাতা: বর্তমানে যে জিনিস দিয়ে সবথেকে বেশি প্রতারণা হচ্ছে তার নাম আধার কার্ড। আঙুলের ছাপ থেকে শুরু করে ব্যক্তিগত নানা তথ্য সেখানে থাকে আর তা দিয়েই প্রতারকরা নয়া পন্থা বের করে জালিয়াতি করছে, সাধারণ মানুষের আর্থিক ক্ষতি করছে। এই রকম পরিস্থিতিতে রাজ্যের অর্থ দফতরকে সতর্ক করল কলকাতা পুলিশ। আধার কার্ডের তথ্য যেন তারা আড়াল করার ব্যবস্থা করে, এমন আর্জি জানানো হয়েছে। 

আসলে বিভিন্ন সরকারি কাজের জন্য আধার কার্ডের তথ্য নেওয়া হয়। পরে সেগুলি নির্দিষ্ট ওয়েবসাইটে আপলোডও করা হয়ে থাকে। স্বাভাবিকভাবেই এই ধরনের ওয়েবসাইটে আধার নম্বর, আঙুলের ছাপ-সহ অন্যান্য বায়োমেট্রিক তথ্য আপলোড হয়ে যায় এবং দেখা যাচ্ছে এর থেকেই প্রতারণা বাড়ছে। কলকাতা পুলিশ এ ব্যাপারেই রাজ্যের অর্থ দফতরকে সতর্ক করে জানিয়েছে, আধার সংক্রান্ত সব তথ্য আপলোড করার সময় যেন সেগুলি আড়াল করার ব্যবস্থা করে অর্থ দফতর। যাতে এই সমস্ত ওয়েবসাইট থেকে ওই তথ্য বেহাত না হতে পারে। কলকাতা পুলিশের ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখা বেশ কিছু কেস তদন্ত করে জানতে পেরেছে যে, বিভিন্ন ওয়েবসাইট থেকেই আধার কার্ডের তথ্য হাতায় জালিয়াতরা। 

সাধারণ মানুষ এমনিতেই বিভিন্ন ক্ষেত্রে ডকুমেন্ট হিসেবে আধার কার্ড ব্যবহার করে। কোনও হোটেল বুকিং হোক কিংবা অন্য কোনও সরকারি, বেসরকারি কাজ, আধার ব্যবহৃত হয়। এছাড়া ব্যাঙ্কের সঙ্গে হোক বা প্যান, ভোটার কার্ডের সঙ্গেও আধার লিঙ্ক করানো অধিকাংশ মানুষের। তাই এই নিয়ে প্রতারণা বাড়লে আর্থিক ক্ষতির আশঙ্কা যে বাড়বেই তা বলাই বাহুল্য।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 8 =