সন্দেশখালির পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘দুয়ারে’ এল পুলিশ! ক্যাম্প শুরু উত্তপ্ত বেড়মজুর থেকে

সন্দেশখালির পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘দুয়ারে’ এল পুলিশ! ক্যাম্প শুরু উত্তপ্ত বেড়মজুর থেকে

police starts camp

কলকাতা: জ্বলছে সন্দেশখালি৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ বার জনতার ‘দুয়ারে’ হাজির রাজ্য পুলিশ। স্থানীয়দের অভিযোগ শুনতে সন্দেশখালির বিভিন্ন এলাকায় অস্থায়ী ক্যাম্প করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফে।  শুরু হচ্ছে বেড়মজুর থেকে৷ সেখানে কাঠপোলে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প করা হয়েছে।

উল্লেখযোগ্য, শুক্রবার সন্দেশখালির এই বেড়মজুর-ঝুপখালি এলাকাই উত্তপ্ত হয়ে উঠেছিল। দফায় দফায় মহিলারা লাঠি-ঝাঁটা হাতে বিক্ষোভ দেখান৷ মাছের ভেড়িতে আগুন ধরানো হয়৷ বাড়ি ভাঙচুর করা হয়৷ দিনভর ঘটনা পরম্পরায় চরম উত্তেজনা ছড়ায়৷ সেই বেড়মজুরেই চালু হল ক্যাম্প৷ অন্যান্য এলাকাতেও খুব শীঘ্রই পুলিশের এই ক্যাম্প চালু হবে বলে জানিয়েছেন বারাসত রেঞ্জের ডিআইজি ভাস্কর মুখোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 2 =