হঠাৎ ‘বুর্জ খলিফা’র দুয়ারে ব্যারিকেড! ব্যারিকেড! দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা পুলিশের!

হঠাৎ ‘বুর্জ খলিফা’র দুয়ারে ব্যারিকেড! ব্যারিকেড! দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা পুলিশের!

 

কলকাতা: নবমী থেকেই বন্ধ হয়ে গেল ‘বুর্জ খলিফা’র দুয়ার! করোনা আবহে মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপে  দর্শকদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করল পুলিশ৷ মণ্ডপে স্থানীয়দের প্রবেশে অনুমতি থাকলেও ‘বহিরাগত’দের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে৷ মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞার পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে ‘লেজার শো’৷

জানা গিয়েছে,  ‘বুর্জ খলিফা’ দর্শনে বেলাগাম ভিড় নিয়ন্ত্রণে বুধবার রাত থেকেই ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয় শ্রীভূমির পুজোয় প্রবেশ পথ৷ দর্শকদের সরিয়ে দেওয়া হয়৷ কিন্তু কেন এই সিদ্ধান্ত? দুবাইয়ের উচ্চতম বাড়ি ‘বুর্জ খলিফা’র আদলে এবার শ্রীভূমি তৈরি করেছে ১৪০ ফুট উঁচু মণ্ডপ৷ যা দেখতে মহালায়া থেকেই প্রচণ্ড ভিড় দেখা গিয়েছিল৷ করোনা বিধিনিষেধের তোয়াক্কা না করে মণ্ডপ ভিড় দেখে চমকে উঠেছিলেন স্থানীয় বাসিন্দারা৷ এই নিয়েও তৈরি হয় বিতর্ক৷ লেজার আলোয় দমদম বিমানবন্দরে বিমান চলাচলে সমস্যা তৈরি হওয়ায় জানানো হয় আপত্তি৷ আর তার জেরে বন্ধ করে দেওয়া হয় লেজার আলোর প্রদর্শন৷ এবার স্থানীয়দের আপত্তিতে বন্ধ হয়ে গেল মণ্ডপ দর্শন৷

কিন্তু, প্রশ্ন উঠছে এত দেরিতে কেন পদক্ষেপ নিল পুলিশ? মহালয়ার পর থেকেই যখন মণ্ডপে ভিড় লক্ষ করা যাচ্ছিল, তাহলে তখন থেকেই কেন ভিড় নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া গেল না? আর করোনা আবহে বিপুল টাকা খরচ করে কেনই বা এহেন মণ্ডপ নির্মাণ? উৎসবের দিনগুলিতে ভিড় নিয়ন্ত্রণে আরও কড়া ব্যবস্থা নেওয়া যেত না? পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগেই বা কেন ব্যবস্থা নেওয়া গেল না? উঠছে প্রশ্ন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =