ভুয়ো সিবিআই অফিসারকে নিয়ে তল্লাশি নিউটাউনের ফ্ল্যাটে

ভুয়ো সিবিআই অফিসারকে নিয়ে তল্লাশি নিউটাউনের ফ্ল্যাটে

কলকাতা ও হাওড়া: হাওড়ার ধৃত ভুয়ো সিবিআই অফিসার শুভদীপ বন্দোপাধ্যায়কে নিয়ে বৃহস্পতিবার নিউটাউন মহিষগোট এলাকায় তার ভাড়া বাড়িতে তল্লাশি চালাল পুলিশ৷ হাওড়ার জগাছা থানা এবং নিউটাউন থানার পুলিশ যৌথ উদ্যোগে এই তল্লাশি অভিযানের নেতৃত্বে ছিল৷ সেখান থেকে বাজেয়াপ্ত করা হয় একাধিক নথি৷

পুলিশ জানিয়েছে দিল্লি থেকে গ্রেফতার করা হয় তাঁকে। সিবিআই পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। রবিবারেই মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে হাওড়া সিটি পুলিশের একটি দল দিল্লিতে রওনা দেয়। দিল্লি পুলিশের সহযোগিতায় তাজ হোটেল থেকে গ্রেপ্তার করা হয় শুভদীপ বন্দ্যোপাধ্যায়কে। সোমবার তাঁকে দিল্লি আদালতে তোলা হলে ৩ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ পাতিয়ালা হাউস আদালতে। বিকেলের বিমানে কলকাতা নিয়ে আসা হয় অভিযুক্তকে।

অভিযোগ ছিল তিনিও নীলবাতি লাগানো গাড়ি নিয়ে ঘুরতেন। পরিচয় ভাঁড়িয়ে তিনি ভালবেসে বিয়েও করেছিলেন বলে অভিযোগ করেছেন স্ত্রী। অভিযুক্তের বাড়ি হাওড়ার জগাছায়। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই গত মে মাসে অভিযোগও জমা পড়েছে জগাছা থানায়। জানা গিয়েছে, ২০১৯ সালের নভেম্বরে রেজিস্ট্রি ম্যারেজ হয়। পরের বছর সামাজিক বিয়ে হয়। এরপর মিউচুয়াল ডিভোর্স হয় মার্চে। হাওড়ার জাগাছা থানায় অভিযোগ দায়ের হয় মে মাসে।

এরপরই ধৃতের প্রতারণার ধরণ এবং চক্রের সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে তা জানতে দফায় দফায় তল্লাশি অভিযান চালাচ্ছেন গোয়েন্দারা পুলিশ সূত্রে খবর, নিউটাউনের মহিষগোট এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকত ধৃত ভুয়ো সিবিআই অফিসার শুভদীপ বন্দ্যোপাধ্যায়। আজ ধৃতকে নিয়ে সেখানে তল্লাশি চালানো হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =