বারাসত: উত্তর ২৪ পরগনার হাবরা বিধানসভার জমিদার গেট এলাকায় আজ সকালে এক অজ্ঞাত পরিচয় যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় নির্বাচন কমিশন জেলা প্রশাসনের কাছে সিসিটিভি ফুটেজ-সহ দ্রুত রিপোর্ট তলব করেছে৷ ওই ব্যক্তিকে খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে৷
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, যে যুবকের দেহ উদ্ধার হয়েছে সে এলাকার লোক নয়। মনে করা হচ্ছে বাইরে থেকে কাউকে খুন করে এখানে ডোবায় এসে ফেলে দেওয়া হয়েছে। যদিও মৃতদেহ উদ্ধার হওয়ার পর মনে করা হচ্ছে এটি স্পষ্ট খুনের ঘটনা। যদিও এই ব্যক্তিকে আর কী ভাবে তাকে খুন করা হয়েছে সেই নিয়ে এখন তদন্ত শুরু করেছে পুলিশ। তবে জানা গিয়েছে মৃত দেহের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে উদ্ধার হয়েছে তিন জোড়া জুতো এবং ফোন। আপাতত মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
অন্যদিকে, খড়দহে ৭৬ নম্বর বুথ থেকে উত্তেজনার খবর পাওয়া গিয়েছে৷ বিজেপি এজেন্টকে মারধরের অভিযোগ৷ অভিযোগ অস্বীকার করেছে তৃণমূলের৷